দু’দিন আগে আমেরিকার প্রশাসন জানিয়েছিল যে ক্যারিবীয় উপসাগরে জেনেজ়ুয়েলার একটি মাদক পাচারকারী নৌকায় আকাশপথে সফল ভাবে হামলা চালিয়েছে তারা। ওই ঘটনায় নৌকায় থাকা ১১ জন ভেনেজ়ুয়েলার নাগরিক নিহত হন। আমেরিকার দাবি, তাঁরা ‘ত্রেন দ্য আরাগুয়া’ নামে একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য। জলপথে তাঁরা আমেরিকায় বিপুল মাদক পাচারের চেষ্টা করছিলেন। বিদেশি নাগরিকদের হত্যার এই ঘটনাকে অনেকে যুদ্ধাপরাধ বলে অভিযোগ তুলেছেন। তাতে আমেরিকান প্রশাসনের সমর্থনে মুখ খুলেছেন দেশের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। শনিবার এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘যারা আমাদের নাগরিকদের জীবন বিষিয়ে দিচ্ছিল, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করেছে আমেরিকান সেনা।’ ভান্স বলেন, ‘‘একে যুদ্ধ-অপরাধ বললেও আমার কিছু যায় আসে না।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)