এ এমন এক বিরল দৃশ্য যা সারা জীবনে কেউ একবার দেখতে পান, এমনই এক বিরল দৃশ্য ক্যামেরাবন্দি হল ক্যালিফর্নিয়ার সমুদ্রে। এক তিমির দুই চোয়ালের মধ্যে একটি সি লায়ন। তবে তার থেকেও আশ্চর্যের বিষয় হল সি লায়নটির ভাগ্য।
চেস ডেকার (২৭), একজন সামুদ্রিক প্রাণীবিশেষজ্ঞ। গত ২২ জুলাই তিনি একটি বোটে করে ক্যালিফর্নিয়ার মন্টেরে বে-তে বেরোন তিমির সন্ধানে। সঙ্গে আরও কয়েকজন ছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিল যতটা সম্ভব কাছ থেকে তিমিদের পর্যবেক্ষণ করা।
কিছুদূর যাওয়ার পরই কুঁজ ওয়ালা এক দল তিমি দেখতে পান তাঁরা। সেই সময় তিমিগুলি সামুদ্রিক মাছ দিয়ে ভোজন সারছিল। আর তারই মাঝে ঘটে যায় এক বিরল সেই ঘটনা।
তিমিগুলিকে দেখেই ক্যামেরা নিয়ে তৈরি হয়ে যান ডেকার। ধরা পড়ে একজন ক্যামেরাম্যানের সারা জীবনের এক বিরল দৃশ্য। ডেকার দেখেন, মাছ খেতে খেতেই সেই ঝাঁকে চলে আসে একটি সি লায়ন। আর সেটি চলে যায় একটি তিমির চোয়ালের মধ্যে।
আরও পড়ুন : ঢেঁকিকলের হাত ধরে মুছে গেল মার্কিন-মেক্সিকো সীমারেখা
আরও পড়ুন : নদীতে দিব্যি ভেসে চলেছে পাঁচতলা বিল্ডিং
ছবিটি সোশ্যাল মিডিয়ায় দেখেই সবার প্রশ্ন ছিল, সি লায়নটির ভবিষ্যত্ কী হল? সবাইকে আস্বস্ত করে ডেকার জানিয়েছেন, তিমিটি চোয়াল বন্ধ করতে কিছুটা সময় নিয়েছিল। আর সেই সময়ে সি লায়নটি মৃত্যুর মুখ থেকে বেরিয়ে যায়।
সারা জীবনেও কেউ এই মুহূর্ত চোখে দেখতে পায় না। আর ডেকার সেটা ক্যামেরাবন্দি করে ফেললেন। ডেকারের ইনস্টাগ্রামে এই পোস্টটি ইতিমধ্যেই ৯ হাজারের বেশি লাইক পেয়েছে।