উত্সবের মরসুমে অনেকেই রাত পর্যন্ত পার্টি করেন। কিন্তু পরের দিন সকালে অফিস করাটা কষ্টের হয়ে যায়। কারণ সকালেও তার হ্যাংওভার রয়ে যায়। ফলে অফিসে আসা, সেখানে চেয়ারে বসে কাজ করাটা আর পাঁচটা সাধারণ দিনের থেকে বেশি কষ্টকর। এতে আউটপুটও কমে যায় কর্মীদের। এবার সেই সমস্যার একটি অভিনব উপায় বের করে ফেলেছে ইংল্যান্ডের একটি কোম্পানি।
উত্তর পশ্চিমে ইংল্যান্ডে অবস্থিত ডিজিটাল মার্কেটিং কম্পানি ‘দ্যা অডিট ল্যাব’। অন্য কোনও কোম্পানি যেখানে হ্যাংওভারকে কোনও অজুহাত হিসেবে দেখতে রাজি নয়, সেখানে অডিট ল্যাবএটিকে তাদের পলিসির মধ্যেই ঢুকিয়ে নিয়েছে।
নতুন প্রজন্মকে কর্মী হিসেবে আকৃষ্ট করতে নতুন পন্থা নিয়েছে অডিট ল্যাব। তারা কর্মীদের ‘হ্যাংওভার ডে’ নেওয়ার সুবিধা দিচ্ছে। যেখানে, কর্মীরা পার্টির পরের দিন চাইলে বাড়ি থেকে কাজ করতে পারেন। তাঁদের অফিসে এসে কাজ করতে হবে না। তাঁদের কষ্ট কিছুটা কমবে, কোম্পানির কোনও ক্ষতি হবে না।