তাঁরা দু’জনেই আন্দোলনের মুখ। একজন তালিবানির ফতোয়ার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছেন। জিতেছেন নোবেল শান্তি পুরস্কারও। অন্যজন এখনও কিশোরী। কিন্তু এই বয়সেই পরিবেশ আন্দোলনের মুখ হয়ে উঠেছেন। পরিবেশ রক্ষায় উদাসীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার চোখরাঙানি হৃদয় জিতেছিল বিশ্ববাসীর। সেই মালালা ইউসুফজাই ও গ্রেটা থুনবার্গ বন্দি হলেন এক ফ্রেমে।
মালালা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন সেই ছবি। যাতে ইতিমধ্যেই লাইক করেছেন সাড়ে তিন লক্ষেরও বেশি ইউজার। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘ধন্যবাদ গ্রেনা থুনবার্গ।’’ সঙ্গে ভালবাসার একটি ইমোজি।
২২ বছরের মালালা এখন পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে। সম্প্রতি ব্রিস্টলের একটি স্কুলে ধর্মঘটে যোগ দিতে এসেছিলেন গ্রেটা। ব্রিটেনে এসে তিনি গিয়েছিলেন অক্সফোর্ডে মালালার সঙ্গে দেখা করতে। সেই সাক্ষাতের সময়ই তোলা হয়েছে এই ছবি।
আরও পড়ুন: মাইকেল জ্যাকসন ‘বেঁচে’! তিনি এখন রেসলার
আরও পড়ুন: সমকামী শিক্ষকদের ইস্তফা, প্রতিবাদে এগিয়ে এলেন পড়ুয়ারা