Advertisement
২৫ এপ্রিল ২০২৪
USA

সমকামী শিক্ষকদের ইস্তফা, প্রতিবাদে এগিয়ে এলেন পড়ুয়ারা

সমকামিতার জন্য দুই শিক্ষকের ইস্তফার জন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সেখানকার স্কুলের ছাত্র ছাত্রীরা।

সমকামী শিক্ষকদের ইস্তফার বিরুদ্ধে প্রতিবাদ পড়ুয়াদের। ছবি টুইটার থেকে সংগৃহীত।

সমকামী শিক্ষকদের ইস্তফার বিরুদ্ধে প্রতিবাদ পড়ুয়াদের। ছবি টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০৯
Share: Save:

আমেরিকার ওয়াশিংটন স্টেটের বুরিয়েনে রয়েছে কেনেডি ক্যাথলিক স্কুল। সেখানে ইংরেজির শিক্ষকতা করেন পল ড্যানফোর্থ ও স্পোর্টস ইন্সস্ট্রাক্টরের কাজ করেন মাইকেল বিটটাই। তাঁরা দু’জনেই সমকামী। সম্প্রতি বিয়ে করেছেন তাঁরা। অভিযোগ, এই সমকামী বিয়ের খবর প্রকাশ্যে আসতেই চাপ দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। যার জেরে দু’জনেই চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। সমকামিতার জন্য দুই শিক্ষকের ইস্তফার জন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সেখানকার স্কুলের ছাত্র ছাত্রীরা।

প্রিয় শিক্ষকদের অন্যায়ভাবে চাপ সৃষ্টির অভিযোগ এনে ক্লাস বয়কট ও করিডরে অবস্থান করে সম্প্রতি প্রতিবাদ জানিয়েছেন ওই স্কুলের পড়ুয়ারা। এ নিয়ে পলের সমকামী সঙ্গী একটি টুইট করেছিলেন। তিনি সেখানে লিখেছিলেন, ‘‘নভেম্বরে আমাকে পল আমাকে প্রপোজ করেন। ১৩ ফেব্রুয়ারি তাঁকে স্কুলে ইস্তফা দিতে জোর করা হয়। ছাত্ররা এর প্রতিবাদ করছে। আমাদের সম্পর্ককে শাস্তি দেওয়া নয়, উদ্‌যাপন করা উচিত।’’

সেই প্রতিবাদের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ছাত্র-ছাত্রীদের প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন তাঁরা। সঙ্গে এক হাত নিয়েছেন স্কুল কর্তৃপক্ষকে। সমকামিতার প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির জন্য স্কুল কর্তৃপক্ষকেও কাঠগড়ায় তুলেছেন তাঁরা। যদিও স্কুল কর্তৃপক্ষ বিষয়টিকে ‘ভলান্টারি রেজিগনেশন’ বলে উল্লেখ করছেন। দেখুন সেই প্রতিবাদের ভিডিয়ো—

আরও পড়ুন: করোনার কবল থেকে মেয়েদের বাঁচাতে তাঁবু বানালেন মা, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: মাঝ কোর্ট থেকে জালে একের পর এক বল, দেখুন বাস্কেটবল খেলোয়াড়দের কামাল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

USA Viral LGBT community
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE