করোনার জেরে গৃহবন্দি থাকছেন, সবথেকে কম বয়সে নোবেলজয়ী মালালা ইউসাফজাই। বাড়িতে বসে নিজের চুল নিজে কেটেছেন। চুল কাটার পরে নিজের নতুন লুকের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। তার পর জানতে চেয়েছেন, কেমন চুল কেটেছেন তিনি?
রবিবার সেই ছবি পোস্ট করে, তুলে ধরেছেন তাঁর সঙ্গে জোনাথান ভ্যান নেস নামে এক ব্যক্তির সঙ্গে কথোপকথন। তিনি লিখেছেন, ‘‘কোয়রান্টিনের সময় জোনথান নতুন লুক চেষ্টা না করতে উপদেশ দিয়েছিল। আমি: নিজের ফ্রিঞ্জ নিজেই কেটেছি। আমি কেমন করেছি?’’
মালালার নতুন লুকের ছবিতে পড়েছে তিন লক্ষেরও বেশি লাইক। প্রচুর মানুষ জানিয়েছেন, মালালাকে কেমন লাগছে। দেখুন সেই ছবি—
আগের সপ্তাহেই নিজের বাড়িতে থাকার ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ছবি পোস্ট করে জানিয়েছিলেন, বন্ধুদের মিস করছেন। বিশ্বশান্তিতে নোবেলজয়ী মালালা বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। দেখুন চুল কাটার আগে কেমন দেখতে লাগছিল মালালাকে—
আরও পড়ুন: বিশ্বে মৃত্যু ৩৪ হাজার আক্রান্তের, আমেরিকায় উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ: করোনা আপডেট
আরও পড়ুন: লকডাউনে বায়ুশোধন ইউরোপেও