ভাড়া দিয়ে বিমানে চেপে সবাই চায় একটু আরাম করে গন্তব্যে পৌঁছতে। কিন্তু সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে, বিমানের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। এই ভাবে দাঁড়িয়ে থেকেই তিনি ছ’ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রা করেছেন। কেন জানেন?
নিজের স্ত্রীকে নিয়ে সে দিন বিমানে উঠেছিলেন ওই ব্যক্তি। কিন্তু স্ত্রী যাতে বিমানে ঘুমাতে পারেন সে জন্য নিজের আসনটি তাঁকেই ছেড়ে দেন ওই ব্যক্তি। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে, বিমানের আসনে হাত রেখে দাঁড়িয়ে আছেন ওই ব্যক্তি আর সামনের আসনে শুয়ে রয়েছেন তাঁর স্ত্রী। স্ত্রীয়ের প্রতি ওই ব্যক্তির ভালবাসা দেখে মোহিত হয়েছে নেটদুনিয়া।
তবে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের মধ্যে। অধিকাংশ নেটিজেন ওই ব্যক্তির ভালবাসাকে কুর্নিশ জানালেও কেউ কেউ আবার তাঁর স্ত্রীকে স্বার্থপর বলেও তোপ দেগেছেন। তবে এই ত্যাগ দেখে অনেকই ওই যুগলকে তুলনা করেছেন ‘টাইটানিক’ ছবির জ্যাক ও রোজের সঙ্গে।
This guy stood up the whole 6 hours so his wife could sleep. Now THAT is love. pic.twitter.com/Vk9clS9cCj
— Courtney Lee Johnson (@courtneylj_) September 6, 2019
তবে ওই ব্যক্তি বিমানে চেপে কোথায় যাচ্ছিলেন, তাঁর স্ত্রী অসুস্থ ছিল কি না, এ ব্যাপারে কোনও তথ্য জানা যায়নি।
আরও পড়ুন: শোভাযাত্রায় বেরিয়ে ক্ষেপে গেল হাতি! দেখুন কী হল তার পর...
আরও পড়ুন: দুরন্ত রিফ্লেক্স বিড়াল ছানাকে বাঁচিয়ে দিল গাড়ির চাপা থেকে! দেখুন কী ভাবে