Advertisement
২০ এপ্রিল ২০২৪
Viral

বিশেষ রেডারে ধরা পড়ল দৈত্যাকার পায়ের ছাপ, দেখুন সেগুলি কাদের

বিজ্ঞানীদের ধারণা, এই পায়ের ছাপগুলি থেকে জানা যাবে, সেই সময় মানুষ ও প্রাণীদের গতিবিধি সংক্রান্ত বেশ কিছু তথ্য। পায়ের ছাপ খুঁজে পাওয়ার বিষয়টি নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ পেয়েছে নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির ওয়েবসাইটে।

গ্রাফিক: তিয়াসা দাস।

গ্রাফিক: তিয়াসা দাস।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ ১৪:০১
Share: Save:

একটি বিশেষ ধরনের রেডার ব্যবহার করে মাটির তলায় বিশাল বিশাল পায়ের ছাপ খুঁজে পেলেন একদল বিজ্ঞানী। যেগুলি বরফ যুগের শেষের দিকের বলে মনে করা হচ্ছে। অর্থাত্ এগুলির বয়স হবে অন্তত ১২ হাজার বছর। বিজ্ঞানীরা মনে করছেন, এই পায়ের ছাপ থেকে অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে।

বিজ্ঞানীদের ধারণা, এই পায়ের ছাপগুলি থেকে জানা যাবে, সেই সময় মানুষ ও প্রাণীদের গতিবিধি সংক্রান্ত বেশ কিছু তথ্য। পায়ের ছাপ খুঁজে পাওয়ার বিষয়টি নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ পেয়েছে নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির ওয়েবসাইটে।

গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, পায়ের ছাপের মালিকদের মধ্যে মানুষ ছাড়াও ম্যামথ, স্লথের মতো বড় বড় প্রাণীও রয়েছে। এই জীবশ্মগুলিথেকে মানুষ-সহ ওই প্রাণীদের ওজন, দেহের গঠনের একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে।তাদের হাঁটা-চলা কেমন ছিল তাও বোঝা যাবে বলে দাবি করেছেন এই গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানী টমাস আর্বান।

আরও পড়ুন: এই চিনা চিকিত্সকের নগ্ন ছবি আলোড়ন তুলল সোশ্যাল মিডিয়ায়

টমাস জানিয়েছেন, নিউ মেক্সিকোর ন্যাশনাল মনুমেন্টের সাদা বালির নিচে এই পায়ের ছাপগুলি পাওয়া গিয়েছে। এখানে গ্রাউন্ড-পেনিট্রেট রেডার ব্যবহার করা হয়েছিল। টমাসের দাবি এই পদ্ধতি ব্যবহার করে অনেক জায়গায় ডাইনোসোরের পায়ের ছাপও পাওয়া যাবে। এমনকি প্রাচীন যুগে মানুষের অনেক পায়ের ছাপও মিলতে পারে। ফলে আরও অনেক তথ্য সামনে আসবে।

আরও পড়ুন: সমুদ্রে ভেসে আসছে কোটি কোটি টাকার কোকেন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Scientist Viral New York Radar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE