Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৪ ডিসেম্বর ২০২১ ই-পেপার

‘তুমিই ধর্ষক’— যৌন হিংসার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠছে এই গান

সংবাদ সংস্থা
সান্তিয়াগো ০৬ ডিসেম্বর ২০১৯ ২০:২৭
যৌন নির্যাতনের প্রতিবাদে চিলির রাস্তায় মহিলারা। ছবি- এএফপি।

যৌন নির্যাতনের প্রতিবাদে চিলির রাস্তায় মহিলারা। ছবি- এএফপি।

কোথাও ধর্ষণ করে খুন, তো কোথাও নাচ থামানোর জন্য নতর্কীকে গুলি। বিগত কয়েকদিন ধরেই একের পর এক নারী নির্যাতনের ঘটনায় স্তম্ভিত দেশ। আমাদের দেশে আবহটা যখন এ রকম, তখনই যৌন হিংসার বিরুদ্ধে গর্জে উঠল লাতিন আমেরিকার দেশ চিলি। সেখানকার মহিলারা রাস্তায় নেমে সুর তুললেন লিঙ্গ বৈষম্যকারীদের বিরুদ্ধে। ‘তুমিই ধর্ষক’— প্রতিবাদের অঙ্গ হিসাবে তাঁদের গাওয়া এই গান এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। যৌন হিংসার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই গানের সুরেই ভরসা রাখছেন প্যারিস, বার্সেলোনা, মেক্সিকো সিটির নারীবাদীরা।

চিলির রাজধানী সান্তিয়াগো। সেখানকার ন্যাশনাল স্টেডিয়ামের বাইরে গত বুধবার জড়ো হয়েছিলেন হাজার হাজার মহিলা। বিভিন্ন বয়সী মহিলাদের সেই জমায়েতে সকলেই পরেছিলেন কালো রঙের পোশাক। সঙ্গে গলার লাল রঙের স্কার্ফ। কাপড়ের টুকরো দিয়ে নিজেদের চোখও বেঁধে ছিলেন তাঁরা। এ ভাবেই হাজার হাজার মহিলা এক সঙ্গে গেয়ে উঠলেন, ‘দ্য ফল্ট ইজ নট উইথ মি, নর হোয়্যার আই ওয়াজ, নর হাউ আই ড্রেসড...’ (আমি যেখানেই থাকি, যে পোশাক পরেই থাকি, সেটা আমার ভুল নয়)।

এই গানের সুরেই ধর্ষকদের বিরুদ্ধে গর্জে উঠলেন তাঁরা। সেই গানের কথায় পুলিশ, অত্যাচারী রাষ্ট্র, প্রেসিডেন্ট, বিচারকদেরও ধর্ষক বলে তোপ দেগেছেন নারীবাদীরা। বুধবারে সান্তিয়াগোর প্রতিবাদে সামিল হওয়া ৬৬ বছরের জ্যাকলিন সেনটার্ড বলেছেন, ‘‘হাজার হাজার মহিলার সঙ্গে এ ভাবে প্রতিবাদ করতে পেরে আমি উচ্ছ্বসিত।’’ দেখুন সে দিনের প্রতিবাদের ভিডিয়ো—

Advertisement

‘ধর্ষক’দের বিরুদ্ধে এই প্রতিবাদের সূত্রপাত হয়েছিল গত ২০ নভেম্বর। লাস তেতিস নামের এক নারীবাদী সংগঠন চিলির সৈকত শহর ভ্যালপারাইসোতে জড়ো হয়েছিলেন। সেখানেই গাওয়া হয় ‘তুমিই ধর্ষক’ গানটি। তার পরই যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের অ্যান্থেম হয়ে ওঠে সেই গান।

গত অক্টোবরে বাস-মেট্রোর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন শুরু করেন চিলির বাসিন্দারা। দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি এবং বেড়ে চলা মূল্যবৃদ্ধি-সহ আরও বেশ কয়েকটি বিষয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে পথে নেমেছিলেন লাতিন আমেরিকার এই দেশের লক্ষাধিক মানুষ। ‘তুমিই ধর্ষক’ ভাইরাল হতেই যৌন নির্যাতনের বিরুদ্ধে সুর চড়ালেন চিলির মহিলারা।

আরও পড়ুন

Advertisement