ছোঁয়াচে করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে, গালে গাল ঠেকিয়ে চুম্বন এড়িয়ে চলতে পরামর্শ দিলেন সুইৎজারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী আলিয়ান বারসেট। রবিবার তাঁর এই আবেদন প্রকাশ পেয়েছে সংবাদমাধ্যমে। একই রকম পরামর্শ দিয়েছেন ফরাসি স্বাস্থ্যমন্ত্রীও।
আমরা যেমন নমস্কার বা করমর্দনের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করি, তেমন সুইৎজারল্যান্ড, ফ্রান্সের মতো দেশে পরস্পরের গালে গাল ঠেকিয়ে চুম্বনের রীতি রয়েছে। যেহেতু করোনাভাইরাস ভীষণ ভাবে ছোঁয়াচে, তাই এর ছড়িয়ে পড়া আটকাতে এই পরামর্শ দিয়েছেন বারসেট।
ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান-ও একই রকম আবেদন করেছেন দেশের মানুষের কাছে। তিনি বলেছেন, করোনার ছড়িয়ে পড়া আটকাতে করমর্দনও এড়িয়ে চলাই ভাল।