মধ্য তুরস্কের ছোট্ট শহর নেভসেহির। সেই শহরের বাসিন্দাদের ছুটি বেড়িয়েছে কয়েকটি আপাত নিরীহ প্রাণী। সেই ঘটনার ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি পূর্ণবয়স্ক ভেড়া, ছাগল এবং তিনটি ভেড়ার শাবক ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। তার পর যাকেই রাস্তায় দেখছে তেড়ে যাচ্ছে। এমনকি সিঁড়ি চড়ে বিল্ডিং ঢুকেও তাড়া করতে দেখা যাচ্ছে তাদের। নেভসেহির পুরসভার অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে সম্প্রতি শেয়ার করা হয়েছে সেই ভিডিয়ো। যা ইতিমধ্যেই দেখা হয়েছে ২৭ লক্ষ বারের বেশি।
এর পর প্রাণী উদ্ধারকারী দল ওই পাঁচ প্রাণীকে ধরে নিয়ে যায়। তার পর খোঁজ করে পালকের হাতে তুলে দেওয়া হয়েছে তাদের। জানা গিয়েছে, তাদের পালকের নাম হাসান উনবুলান। তিনি জানিয়েছেন, রাতের প্রবল হাওয়ায় খাঁচার দরজা খুলে যাওয়ায় পালিয়ে এসেছিল ওই তিন প্রাণী। দেখুন সেই ভিডিয়ো—
1 koyun,1 keçi, 3 kuzu tarafından esir alınmış bulunmaktayız.... pic.twitter.com/hZWmMMj9U8
— Nevşehir Belediyesi (@nevsehir_bel) December 14, 2020