বেরিয়েছিলেন সাইক্লিং করতে। শেষমেশ তা পরিণত হল উদ্ধার অভিযানে। স্পেনের হিউসার ১৯২৫ সাইক্লিং ক্লাবের একদল সদস্য হাইকিংয়ে বেরিয়েছিলেন। পথে তাঁরা উদ্ধার করলেন একটি বড়সড় হরিণকে। তাঁদের মধ্যে এক সদস্য সেই উদ্ধার কাজের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর এমন ভিডিয়ো যথারীতি ভাইরাল হতে সময় নেয়নি।
ফেসবুকে ২১ সেপ্টেম্বর ভিডিয়োটি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, জল ভর্তি গর্তে পড়ে গিয়েছে এক বড়সড় হরিণ। আর সেটিকে উদ্ধারের চেষ্টা করছে পাঁচ যুবক। তাঁদের পোশাক, মাথার হেলমেট দেখেই বোঝা যাচ্ছে তাঁরা সাইক্লিংয়ে বেরিয়েছিলেন। প্রথমে তাঁরা হরিণটির শিংয়ে দুটি দড়ি বেঁধে টেনে তোলার চেষ্টা করছেন। কিন্তু একটি দড়ি ছিঁড়ে যায়। নতুন করে ফের চেষ্টা শুরু হয়।
পাঁচ যুবকের চেষ্টার সঙ্গেই হরিণটিও নিজে চেষ্টা চালাতে থাকে জল ভর্তি গর্ত থেকে ওঠার। এক সময় তাদের মিলিত প্রচেষ্টায় গর্ত থেকে উঠে আসে হরিণটি। উঠেই দৌড় দেয় জঙ্গলের দিকে।