আধুনিক বিশ্বে দূষণ একটা অন্যতম বড় সমস্যা। তবে সেই সমস্যা হয় তো এত বড় আকার হয়ে সামনে আসত না যদি সবাই ড্যানিয়েলের মতো করে ভাবতেন। আমেরিকার নিউ ইয়র্ক শহরের বাসিন্দা ড্যানিয়েল ড্রেস ডিজাইনার। তাঁরই সংস্থার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর তাতেই দেখা যাওয়া ওয়েস্ট ম্যানেজমেন্টের পদ্ধতি এখন নেটাগরিকদের প্রশংসা কুড়োচ্ছে।
‘জিরো ওয়েস্ট ড্যানিয়েল’। ব্র্যান্ডের নামেই কাজের পরিচয়। ড্যানিয়েল বিভিন্ন কাপড় কল থেকে বাদ যাওয়া অংশগুলি সংগ্রহ করে আনেন। সেগুলিকে বেছে প্রথমে আলাদা করেন। তারপর শুরু হয় জোড়ার কাজ। কাপড়ের বিভিন্ন টুকরো জুড়ে জুড়ে ফ্যাশনেবল সব পোশাক তৈরি করা হয়। সেই সব পোশাক দেখলে বোঝাও যাবে না সেগুলি কী ভাবে তৈরি হয়েছে। স্টাইলের দিক থেকে সেগুলি কোনও অংশে কম নয়।
ড্যানিয়েল অবশ্য এই কাজ দীর্ঘ দিন ধরেই করেন। তবে সম্প্রতি তাঁর সেই কাজের একটি ভিডিয়ো ব্র্যান্ডের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করা হয়। তারপর সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। আর নেটাগরিকরা এমন উদ্যোগের প্রশংসা করতে কোনও কার্পণ্য করেননি।
আরও পড়ুন: অ্যাম্বুলেন্সকে রাস্তা করে দিতে ২ কিমি ছুটলেন হায়দরাবাদের ট্রাফিক কনস্টেবল
আরও পড়ুন: মাস্ক পরলে ১ কেজি পেঁয়াজ ফ্রি, বর্ধমানে ক্লাবের উদ্যোগ নিয়ে হইচই
দেখুন সেই ভিডিয়ো: