Advertisement
E-Paper

বেশি কথা বললে ‘ধমকে’ চুপ করিয়ে দিতে পারে কুকুরও!

সে সম্ভবত টানা এই ঘেউ ঘেউতে বিরক্ত হচ্ছিল। এক সময় থাকতে না পেরে, ধমকের সুরে একবার মাত্র ঘেউ করে ওঠে। আর তাতেই পাশেরটির ঘেউ ঘেউ থেমে যায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ ১১:২৭
দুই কুকুরের কান্ড। ছবি: টিকটক থেকে নেওয়া।

দুই কুকুরের কান্ড। ছবি: টিকটক থেকে নেওয়া।

অযথা বকবক শুনতে কারই বা ভাল লাগে? পাশের জন ধমকে চুপ করিয়ে দিতেও পারেন তেমন ক্ষেত্রে। এক্ষেত্রেও তা-ই হল, তবে এখানে দু’জনের কেউই মানুষ নয়, সারমেয়। একটি কুকুরের ঘেউ ঘেউ বিরক্ত করছিল পাশেরটিকে। তাই সে রীতিমতো ধমকে চুপ করিয়ে দেয় অন্যটিকে।

ভিডিয়ো শেয়ারিং অ্যাপ টিকটকের এমনই একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। গাড়ির মধ্যে রেকর্ড করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, সামনের সিটে দু’টি কুকুর বসে রয়েছে। বাম দিকেরটি কিছু একটা দেখে টানা ঘেউ ঘেউ করে যাচ্ছে। ডান দিকেরটি চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রয়েছে। সে সম্ভবত টানা এই ঘেউ ঘেউতে বিরক্ত হচ্ছিল। এক সময় থাকতে না পেরে, ধমকের সুরে একবার মাত্র ঘেউ করে ওঠে। আর তাতেই পাশেরটির ঘেউ ঘেউ থেমে যায়।

গাড়ির পিছনের আসনে বসে যিনি এই দুই সারমেয়র কাণ্ডকারখানা রেকর্ড করছিলেন, তিনি সম্ভবত জানতেন কী হতে চলেছে। তাই পর্যায়ক্রমে দু’টি কুকুরকেই ফ্রেমে আনার চেষ্টা করছিলেন। আর যখন এক জনের ধমক খেয়ে অন্য কুকুরটি চুপ করে যায়, তিনিও হাসতে আরম্ভ করেন।

আরও পড়ুন: চলে গেলেন ‘কাট-কপি-পেস্ট’-এর জনক

ভিডিয়োটি দিন তিনেক আগে আপলোড করা হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ২৭ লাখ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক পড়েছে ৬ লাখের বেশি সেই সঙ্গে সাড়ে তিন হাজার কমেন্ট করেছেন নেটাগরিকরা। অনেকেই আবার ভিডিয়োটি এডিট করে নিজেদের মতো করে পোস্ট করেছেন।

আরও পড়ুন: বোমায় দু’টি হাত হারিয়েও এগিয়ে চলেছেন, জন্মদিনে নিজেকে শুভেচ্ছা জানালেন এই সুন্দরী

দেখুন সেই ভিডিয়ো:

Casey said shut the f*** up #fyp

when your mom starts yelling at your sibling #familyday #afterthefunction #fyp #dog #duet with eeedeee44 (reposted cause I’m an idiot)

I don’t think she liked that 😂#duet with eeedeee44 #dog #animalsoftiktok #allstarmoment #fyp

Omg so cute

Viral video Dog Car Tiktok
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy