বিয়ের দিনটা সবার কাছেই স্পেশাল। তাই সেটিকে সবাই নিজেদের মতো করে স্মরণীয় করে রাখতে চান। কিন্তু এই মহিলা যা করলেন, তা শুধু তিনি নিজেই নন,আত্মীয় পরিজন, বন্ধুরাও মনে রাখবেন। নিজের বিয়েতে কনে এলেন কফিনে শুয়ে!
সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি চমকে যাবেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি বিয়ের আসর। সেখানে হবু বর-সহ আত্মীয় পরিজন সবাই কনের আসার অপেক্ষা করছেন।
কনের বদলে সেখানে এল কালো কাপড় ঢাকা এটি বড় বাক্স। কালো কাপড় সরে যেতেই দেখা গেল একটি সাদা কফিন। কোথায় গেলেন কনে? আর বিয়ের আসরে কফিনই বা এল কোথা থেকে? সবাই যখন এর ওর মুখ চাওয়া-চাওয়ি করছেন, হঠাত্ই খুলে যায় কফিনের ডালা।
আরও পড়ুন: রতন টাটার কাছ থেকে সরাসরি ফোন, সঙ্গে চাকরির প্রস্তাব!
কফিনের ভিতর থেকে হাসতে হাসতে বেরিয়ে এলেন কনে। তাঁর এই কাণ্ড দেখে সবাই হাসতে শুরু করেন।পরে সংবাদমাধ্যমকে কনে জানিয়েছেন,‘মৃত্যুও যে তাঁদের আলাদা করতে পারবে না, এই বার্তাই তাঁর হবু স্বামী-সহ সবাইকে দিতে চেয়েছেন তিনি’। তাই তিনি এই ‘বিশেষ’ বন্দোবস্ত।
দেখুন সেই ভিডিয়ো:
- Bride arrives her wedding in a coffin.pic.twitter.com/6c8Sgp1AnA
— Postsubman (@Postsubman) November 16, 2019