অফিস বেরিয়ে কখনও না কখনও অনেক রকম বিপত্তিতে পড়তে হয়। কিন্তু এই ব্যক্তি এমন বিপদে পড়লেন যে তাঁর ভিডিয়ো ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। কোনও রকমে রক্ষা পেলেন দুর্ঘটনার হাত থেকে।
রেক্স চ্যাপম্যান নামে এক ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে বৃহস্পতিবার একটি ভিডিয়ো শেয়ার হয়েছে। ভিডিয়োটি একটি বাড়ির বাইরে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি অফিস যাওয়ার জন্য বেরচ্ছেন। পরনে হাল্কা রঙের একটি শার্ট ও গাঢ় রঙের ট্রাউজার্স। ডান কাঁধে একটি ব্যাগ হাতে একটি জ্যাকেট। তাঁর বাড়ির উঠোনের সামনের রাস্তাতেই যে এমন বিপদ ওত্ পেতে রয়েছে কে জানত।