একান্তই ব্যক্তিগত পরিসর বলতে যা বোঝায় শৌচালয় তার মধ্যে একটি। অনেকেই সুন্দর ভাবে সেই শৌচালয় সাজানোর চেষ্টা করেন। কিন্তু কখনও কেউ শৌচালয়ের চারটি দেওয়ালই স্বচ্ছ কোনও উপাদান দিয়ে তৈরি করার কথা ভেবেছেন? যার ভিতর দিয়ে আর-পার দেখা যাবে। জাপানের এক পার্কে এমনই এক শৌচালয় তৈরি হয়েছে।
তবে যেমনটা ভাবছেন তেমন নয়, এই শৌচালয় ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তায় কোনও সমস্যা হবে না। কারণ এগুলি এক প্রকার ‘স্মার্ট কাচ’ দিয়ে তৈরি। এমন ব্যবস্থা রয়েছে, যখন সেটি খালি থাকবে তখন বাইরে থেকে ভিতরের সব কিছু দেখা যাবে। যেই কেউ ভিতরে প্রবেশ করে দরজা লক করে দেবেন, চারটি দেওয়ালই স্বচ্ছ থেকে অস্বচ্ছ হয়ে যাবে। বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে কিছুই দেখা যাবে না।
বেশ কিছু ছবি ভিডিয়ো শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, অনেকেই অবাক হয়ে দেখছেন এমন শৌচালয়। অনেকে আবার ঢুকবেন কি না, সেই দোটানায় রয়েছেন। অনেকে আবার পরীক্ষা করার জন্য ভিতরে ঢুকে দরজা লক করতেই দেখেন, না ভয়ের কিছু নেই।