যে কাজ করতে আপনি ভয় পান। সেই কাজ যদি আপনার সঙ্গে কেউ করতে আসে তা হলে আপনি কী করবেন? হয় তাঁকে বাধা দেবেন, না হয় তেড়ে গিয়ে তাঁকে আক্রমণ করে বসবেন। কিন্তু নখ কাটতে ভয় পাওয়া একটি সারমেয় সম্প্রতি যা করেছে, তা দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটদুনিয়া।
সেই ভিডিয়োতে একটি সারমেয়কে বসে থাকতে দেখা যাচ্ছে। ওই পোষ্যের পালিকা এলেন ও কুকুরটির একটি পা হাতে নিলেন। পালিকার অন্য হাতে নেল কাটার। এ বার তিনি নিজের পোষ্যের নখ কাটবেন। তখনই নিজের খেল দেখাল কুকুরটি। অজ্ঞান হওয়ার ভঙ্গিতে নিজের শরীরকে ছেড়ে দিল পিছন দিকে। আর চার পা ছড়িয়ে চোখ উল্টে পড়ে গেলেন মাটিতে। আসলে নখ কাটতে ভয় পায় ওই সারমেয়টি। সেই কাজ থেকে মুক্তি পেতেই তার এই অজ্ঞানের অভিনয়।
এই ভিডিয়ো রাশোনা নামের ওই মহিলা সম্প্রতি পোস্ট করেছেন নিজের টুইটার হ্যান্ডল থেকে। তার পরই ভাইরাল হয়েছে সেটি। শেয়ার করে তিনি লিখেছেন, ‘সেরা অভিনয়ের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পাবে...’। এই ভিডিয়ো ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ৬০ লক্ষেরও বেশি ইউজার।
The Academy Award for best dramatic performance goes to… pic.twitter.com/ErlQc2JcpQ
— ℝ𝕒𝕤𝕙𝕠𝕟𝕒 (@Rashona) September 6, 2019
আরও পড়ুন: শিল্পপতিদের ‘আকৃষ্ট’ করতে বেলি ডান্স! পাক চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল