রাস্তার পাশের পার্কিংয়ে সার দিয়ে দাঁড়িয়ে আছে গাড়ি। তার পাশেই ফুটপাত দিয়ে হেঁটে চলেছেন পথচারীরা। রাস্তার মাঝখান দিয়ে ছুটছে গাড়ি। এই দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে বেশ ব্যস্ত রয়েছে রাস্তা। কিন্তু এ সবের মধ্যে দিয়ে আপন খেয়ালে হেঁটে চলেছে একটি বড়সড় কুমির। গুটি গুটি পায়ে রাস্তা পার করে সে ঢুকে গেল একটি গাড়ির নীচে!
মাসায়াম সামাহা নামের এক টুইটার ব্যবহারকারী রবিবার রাতে শেয়ার করেছেন এই ভিডিয়ো। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ব্যস্ত রাস্তার মধ্যে দিয়ে কুমিরের ঘুরে বেড়ানো দেখে চমকে উঠেছেন নেটিজেনরা।
কানাডার মন্ট্রিলের ভিল্লেরের রাস্তায় সম্প্রতি ঘটেছে এই ঘটনা। জ্যারি স্ট্রিট ও চ্যাটুয়াব্রিয়ান্দ অ্যাভিনিউয়ের সংযোগস্থলের রাস্তায় কুমিরটিকে ঘুরতে দেখা গিয়েছে বলে টুইটারে জানিয়েছেন মাসায়াম নামের কানাডার এক মহিলা।
জানা গিয়েছে, বিভিন্ন শহরে প্রাণীদের নিয়ে শো করে, এ রকম একটি সংস্থার অফিস থেকে কোনও ভাবে বেরিয়ে চলে এসেছিল কুমিরটি। পরে উদ্ধারকারী দল কুমিরটিকে ধরে ফিরিয়ে দিয়েছে নির্দিষ্ট জায়গায়।
দেখুন সেই ভিডিয়ো—
Just an alligator crossing Jarry, no big deal 🐊 #montreal #shook #mtlmoments pic.twitter.com/EEMch6aGK1
— mayssam samaha (@mayssamaha) December 15, 2019