ছোটবেলায় লাইন দিয়ে দেশলাইয়ের বাক্স সাজিয়ে খেলা মনে আছে? যেখানে এক প্রান্তের বাক্সে টোকা দিলেই এক এক করে সবগুলি পড়তে থাকে। এমন চেন রিঅ্যাকশনকে বলে ডমিনো এফেক্ট। এবার এমনই দৃশ্য দেখা গেল কয়েকশো সাইক্লিস্টের ক্ষেত্রে। এক জন শুরু করতেই হুড়মুড়িয়ে উল্টে পড়তে শুরু করলেন কয়েকশো সাইক্লিস্ট।
প্রাক্তন মার্কিন বাস্কেটবল প্লেয়ার রেক্স চ্যাম্পম্যান ২৪ জানুয়ারি একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োটি এতই ভাইরাল হয়েছে যে তিন দিনের মধ্যে প্রায় ৪১ লাখ ভিউ পেয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, বরফে ঢাকা একটি পাহাড়ের উপর থেকে দ্রুত নেমে আসছেন সাইক্লিস্টরা। বরফে ঢাকা এমন ঢালু জায়গা স্কি করার জন্য আদর্শ। তেমনই একটি ঢালে সাইকেল চালাতে গেলে কী হতে পারে সেটাই ধরা পড়েছে এই ভিডিয়োতে।