খেলতে খেলতে বাচ্চাদের বিপত্তি ঘটিয়ে ফেলার ঘটনা নতুন নয়। কিন্তু এই শিশুটি যা করে বসল তেমন ভিডিয়ো সম্ভবত আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়নি। রাতের বেলা একটি শিশু চায়ের কেটলিতে মাথা গলিয়ে ফেলল। কিছুতেই সেটি আর বার করা সম্ভব হচ্ছিল না। শেষপর্যন্ত খবর যায় দমকলে।
রাতের বেলা আপৎকালীন নম্বরে ফোন করে এক বয়স্ক ব্যক্তি উদ্বিগ্ন গলায় বলেন, ‘‘আমার নাতির মাথায় চায়ের কেটলি আটকে গিয়েছে, দয়া করে সাহায্য করুন।’’ প্রথমে ফোন পেয়ে বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি ফোনের অন্য প্রান্তে থাকা আধিকারিক। কিন্তু পরে বুঝতে পারেন, দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে হবে, না হলে বিপদ হতে পারে।
খবর পেয়ে চিনের চাংসা জেলার শানমু গ্রামে পৌঁছে যান দমকলকর্মীরা। গিয়ে দেখেন, বছর দুয়েকের একটি শিশুর মাথায় হেলমেটের মতো চায়ের কেটলিঢুকে গিয়েছে। সমানে কেঁদে যাচ্ছে, তাকে শান্ত করার চেষ্টা করছেন পরিবারের বড়রা।