Advertisement
০৭ মে ২০২৪
Viral video

ফের চমকে দিল চিন, ড্রোনের আলোকসজ্জায় রাতের আকাশে তৈরি হল বিমান, হেলিকপ্টার

দূর থেকে দেখে মনে হবে যেন হাজার হাজার জোনাকি পাক খেতে খেতে আকাশে উড়ে যাচ্ছে। একে একে সব ড্রোন এভাবে আকাশে উড়ে যাওয়ার পর তারা তৈরি করতে থাকে আলোকবিন্দু দিয়ে বিমান, হেলিকপ্টার।

ড্রোনের আলোয় বিমান, হেলিকপ্টার। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

ড্রোনের আলোয় বিমান, হেলিকপ্টার। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ ১৬:১৭
Share: Save:

ফের ড্রোনের আলোকসজ্জা মুগ্ধ করল নেটিজেনদের। মে মাসে চিনের গুইঝউয়ে আলো দিয়ে আকাশ জুড়ে তৈরি হয়েছিল মানুষের অবয়ব থেকে বিশাল বিশাল প্রজাপতি। এবার সেই ড্রোনের আলো দিয়েই তৈরি হল বিশাল বিশাল বিমান, হেলিকপ্টার। ৮০০ ড্রোনের সেই কারসাজির ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মে মাসে গুইঝউ-এ ‘ইন্টারন্যাশনল বিগ ডেটা ইন্ডাস্ট্রি এক্সপো ২০১৯’-এ ব্যবহার হয়েছিল ৫২৬টি ড্রোন। এবার তাকেও ছাপিয়ে গেল নানচ্যাং প্রদেশ।২ ও ৩ নভেম্বরের ‘২০১৯ নানচ্যাং ফ্লাইট কনভেনশন’-এর আয়োজন হয়। সেখানে ব্যবহার করা হল ৮০০টি ড্রোন। যাদের আলো আকাশ জুড়ে তৈরি করল বিশাল বিশাল বিমান ও হেলিকপ্টার।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রথমে মাটিতে ‘বসে রয়েছে’ সার সার ড্রোন। এক এক করে জ্বলে উঠছে সেগুলি। এরপর এক এক করে সেগুলি আকাশে উঠে যাচ্ছে। আকাশে উঠতে উঠতে রং পরিবর্তন হচ্ছিল ড্রোনের আলোর। একাধিক কোণ থেকে রেকর্ড করা হয় এই ড্রোন শো।

দেখুন ইন্টারন্যাশনল বিগ ডেটা ইন্ডাস্ট্রি এক্সপো ২০১৯-এর ভিডিয়ো:

আরও পড়ুন: শ্লীলতাহানি থেকে উদ্ধার করে সেই কিশোরীকেই ধর্ষণ করল পাঁচ যুবক!

ড্রোনগুলি যখন একে একে উঠছে, দূর থেকে দেখে মনে হবে যেন হাজার হাজার জোনাকি পাক খেতে খেতে আকাশে উড়ে যাচ্ছে। একে একে সব ড্রোন এভাবে আকাশে উড়ে যাওয়ার পর তারা তৈরি করতে থাকে আলোকবিন্দু দিয়ে বিমান, হেলিকপ্টার।

দেখুন সেই ভিডিয়ো:

আরও পড়ুন: ডুবে মৃত্যু যুবকের, সাহায্যের বদলে বন্ধুরা ব্যস্ত তাঁর ভিডিয়ো তুলতে!

ড্রোন শো দেখতে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন। তাঁরা প্রবল উত্সাহ নিয়ে ড্রোনের এই আলোকসজ্জা ক্যামেরাবন্দি করেন। ৮০০টি ড্রোন ছাড়াও প্রায় ১০০টি ছোট বড় বিমান অংশ নেয় ‘নানচ্যাং ফ্লাইট কনভেনশন’-এ। তারও একটি ভিডিয়ো শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দেখুন সেই ভিডিয়ো:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Video Drone China
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE