গিটার বাজাচ্ছেন বাবা। আর গিটারের উপরে শুয়ে আছে একরত্তি খুদে। সেই অবস্থাতেই গিটারে সুর তুলছেন বাবা। সেই সময়ে ওই নবজাতকের প্রতিক্রিয়াও ক্যামেরাবন্দি হয়েছে। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
গিটাররে উপর নীল রঙের উলের জামা গায়ে শুয়ে আছে ওই নবজাতক। তার মাথায় একটি টুপি। গিটারের উপর শুয়ে থাকা অবস্থায় তার ডানহাত ঝুলে রয়েছে গিটারের তারের উপর। সেই অবস্থাতেই গিটার বাজাচ্ছেন বাচ্চাটির বাবা। সেই শুনে বাচ্চাটি যে আনন্দ পাচ্ছে, তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। বাবার গিটার বাজানো দেখে সেও হাত দিয়ে গিটারের তার নাড়িয়ে বাজানোর চেষ্টা করছে।
ঘটনার ভিডিয়ো ‘সিমন বিআরএফসি হপকিন্স’ নামের টুইটার হ্যান্ডল থেকে সম্প্রতি শেয়ার করা হয়েছে। সেখানে লেখা, ‘‘কী সুন্দর, নবজাতকের সঙ্গে বাবা।’’ সেই ভিডিয়ো দেখে বিগলিত নেটাগরিকরা বিভিন্ন মন্তব্যে ভরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: ট্রেনের টিকিট এবার অ্যামাজনেও, মিলবে ক্যাশব্যাক
আরও পড়ুন: যাত্রীদের জন্য সুখবর, শেষবেলাতেও রিজার্ভেশনের সুযোগ ১০ অক্টোবর থেকে
দেখুন সেই ভিডিয়ো—
Father with his newborn, so beautiful ❤️ pic.twitter.com/nk693nVEKS
— My new page is @hopkinsBRFC2 follow me there guys (@HopkinsBRFC) October 4, 2020