বিয়ের মণ্ডপে প্রথম স্ত্রী ও তাঁর পরিবারের হাতে মার খেলেন পাকিস্তানের করাচির এক ব্যক্তি। অভিযোগ, আসিফ রফিক নামের ওই ব্যক্তি স্ত্রীকে না জানিয়েই তৃতীয়বারে জন্য বিয়ে করেছিলেন। খবর পেয়ে বিয়ের মণ্ডপে হাজির হন আসিফের প্রথম পক্ষের স্ত্রী মাদিয়া। শুধু তাই নয়, জোর করে বিয়ের আসরে ঢুকে তিনি আসিফকে পেটাতে শুরু করেন। তাঁর জামাকাপড়ও ছিঁড়ে দেন বলে অভিযোগ।
২০১৪-তে মাদিয়াকে বিয়ে করেছিলেন আসিফ। মাদিয়া দাবি করেছেন, তাঁকে না জানিয়ে জিন্না বিশ্ববিদ্যালয়ের এক মহিলা কর্মীকে বিয়ে করেন তিনি। মাদিয়া সেই বিয়ের কথা জানতে পারলে তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন আসিফ। তখন দ্বিতীয় স্ত্রীকে বাপের বাড়ি রেখে এসে আবার তাঁকে বিয়ে করার শর্তে আসিফের সঙ্গে থাকতে রাজি হন মাদিয়া। সেই মতো মাদিয়াকে ফের বিয়ে করেন আসিফ।
কিন্তু তৃতীয় বারের জন্য আসিফ বিয়ের পিঁড়িতে বসতেই ধরে তা জানতে পারেন মাদিয়া। বিয়ের মণ্ডপে মাদিয়া ও তাঁর পরিবারের লোকজন আসিফকে প্রবল মারধর করেছেন। সেই ঘটনার ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। দেখুন সেই ভিডিয়ো—
First wife thrashes husband at his third wedding in Karachihttps://t.co/BYqSFASNIL pic.twitter.com/sJOj54eYcl
— The Express Tribune (@etribune) February 11, 2020
আরও পড়ুন: অবতরণের সময় প্রবল ঝড়, দুলছে বিমান! দেখুন নাটকীয় মুহূর্তের ভিডিয়ো
যদিও আসিফ দাবি করেছেন, মাদিয়ার সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়েছে ইতিমধ্যেই। তাই বিয়ে করার জন্য মাদিয়ার কাছে অনুমতি নেওয়ার প্রশ্নই নেই বলে দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: পাখির খাবার খেয়ে নেয় কাঠবিড়ালি, দেখুন কী ভাবে জব্দ করা হল তাকে