Advertisement
E-Paper

গুগ্‌ল ম্যাপের ১৫ তম জন্মদিন পালন কী ভাবে করলেন সুন্দর পিচাই?

বৃহস্পতিবার ছিল গুগল ম্যাপের ১৫ তম জন্মদিন।

সংবাদ সংস্থা  

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৪০
সুন্দর পিচাই। ছবি-এএফপি।

সুন্দর পিচাই। ছবি-এএফপি।

শুরুর পর থেকে দীর্ঘ ১৫ বছর ধরে পৃথিবীর রাস্তা ঘাট, নদীনালাকে হাতের মুঠোয় এনে দেওয়ার কাজ করছে গুগ্‌ল ম্যাপ। বৃহস্পতিবার ছিল গুগল ম্যাপের ১৫ তম জন্মদিন। ম্যাপের ১৫তম জন্মদিন উদ্‌যাপন করতে গিয়ে কী করলেন গুগ্‌ল সিইও সুন্দর পিচাই?

গুগ্‌ল ম্যাপের জন্মদিন উদ্‌যাপনের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন ভারতীয় ব‌ংশোদ্ভূত পিচাই। সেখানে দেখা যাচ্ছে, সুস্বাদু ভেজি বারিটো পাওয়া যায়, এমন রেস্তোরাঁর খুঁজে বের করেছেন গুগ্‌ল ম্যাপের সাহায্যে। সেই পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘আমার প্রিয় খাবার ভেজি বারিটো পাওয়া যায়, বিশ্ব জুড়ে এমন রেস্তোরাঁর তালিকা প্রস্তুত করেছি। ট্রাভেলিং‌য়ের সময় এই খাবারে আমি খুব স্বচ্ছন্দ।’’

পিচাইয়ের তৈরি সেই তালিকা দেখাচ্ছে, মুম্বইয়ের নিউ ইয়র্ক বারিটো কোম্পানি থেকে ওই মেক্সিকান খাবার খান গুগ্‌ল সিইও। লন্ডনে গেলে বারিটো খেতে ঢোকেন টরটিয়া কিংস ক্রসে। এই পোস্টের মাধ্যমে পিচাই তুলে ধরেছেন রাস্তা চেনা ছা়ড়াও কী ভাবে আমাদের নিরন্তর পরিষেবা দেয় ম্যাপ। দেখুন সেই পোস্ট—

To celebrate the 15th birthday @googlemaps today, I compiled a list of my favorite veggie burrito places from around the world (link in bio). They’re my comfort food when traveling, and I get pretty excited when I find a good one - like when @lockheimer and I had 🌯 in Seoul in 2013:) #tbt

A post shared by Sundar Pichai (@sundarpichai) on

আরও পড়ুন: এক পা নিয়ে হাই জাম্প যুবকের! কুর্নিশ নেটাগরিকদের

আরও পড়ুন: ঘুমন্ত কুমিরের মুখ থেকে মাংস ছিনিয়ে নিল ক্ষুধার্ত লেপার্ড!

Google Sundar Pichai Viral
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy