Advertisement
১২ অক্টোবর ২০২৪
India< USA

অসম রেজিমেন্টের মার্চিং গানে একসঙ্গে নাচছেন আমেরিকা ও ভারতের সেনারা! ভিডিয়ো ভাইরাল

যৌথ মহড়ার সময় ভারত ও আমেরিকার সেনারা এই গান গাইলেন, নাচলেনও একসঙ্গে।

অসম রেজিমেন্টের মার্চিং গানে নাচছেন ভারত ও আমেরিকার সৈন্যরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

অসম রেজিমেন্টের মার্চিং গানে নাচছেন ভারত ও আমেরিকার সৈন্যরা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৭
Share: Save:

‘বদলুরাম কা বদন জমিন কে নীচে হ্যায়’- মার্চিং করার সময় এই গানটিই গান অসম রেজিমেন্টের সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যদের বিরুদ্ধে লড়েছিলেন বদলুরাম নামের এক সেনা। তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতেই গাওয়া হয় এই গান। সম্প্রতি এই গান শোনা গেল আমেরিকার মাটিতে। যৌথ মহড়ার সময় ভারত ও আমেরিকার সেনারা এই গান গাইলেন, নাচলেনও একসঙ্গে।

অসম রেজিমেন্টের মার্চিং গানে ভারত-আমেরিকান সৈন্যদের নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৭০ হাজার ইউজার দেখে ফেলেছেন সেই ভিডিয়ো।

দুই দেশের সেনার এই মহড়ার নাম ‘যুদ্ধ অভ্যাস’। গত ৫ সেপ্টেম্বর থেকে আমেরিকার ওয়াশিংটন ডিসি-র জয়েন্ট বেস লিউইসে শুরু হয়েছে দু’দেশের সেনাদের এই মহড়া। তা চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: মত্ত অবস্থায় বিমানে উঠতে বাধা, পুলিশের সঙ্গে এ কী করলেন যুবতী!

আরও পড়ুন: অস্ত্রোপচার না করে শুধুমাত্র আঠা লাগিয়ে ঠোঁটের ‘সৌন্দর্য’ বাড়াচ্ছেন নেটিজেনরা!

অন্য বিষয়গুলি:

India USA Soldiers Dancing Viral Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE