Advertisement
০৬ মে ২০২৪
Komodo Dragon

জ্যান্ত বাঁদরকে গিলে খাচ্ছে কোমোডো ড্রাগন! ভিডিয়ো ভাইরাল

বাঁদরকে গিলে খাচ্ছে কোমোডো ড্রাগন। ছবি ইউটিউব ভিডিয়োর দৃশ্য।

বাঁদরকে গিলে খাচ্ছে কোমোডো ড্রাগন। ছবি ইউটিউব ভিডিয়োর দৃশ্য।

সংবাদ সংস্থা 
জাকার্তা শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৯ ১৬:৫৭
Share: Save:

কোমোডো ড্রাগন। বিশ্বের ভীষণ দর্শন সরীসৃপ গুলির মধ্যে অন্যতম। লম্বায়তিন মিটারের কাছাকাছি এই সরীসৃপটির ওজন হয় প্রায় ৭০ কেজি পর্যন্ত। বিশালাকার এই দেহ নিয়ে জঙ্গলের অন্য প্রাণীদেরকে রীতিমতো দমিয়ে রাখে এরা। পাখি, স্তন্যপায়ী সব ধরনের প্রাণীকেই নিজের খাদ্য বানিয়ে নেয় এরা।

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি কী ভাবে একটি জ্যন্ত বাঁদরকে গিয়ে খাচ্ছে এই ড্রাগন। অত বড় একটি বাঁদরকে এই প্রাণী যে ভাবে গিলে খাচ্ছে দেখে মনে হচ্ছে নুডলস খাচ্ছে। পাঁচ থেকে ছ’টি গ্রাসে আস্ত বাঁদরটিকে গিলে খেয়ে নিল সে।

এই কোমোডো ড্রাগনের আদি বাস ইন্দোনেশিয়ায়। এদের জন্য বনের হরিণ থেকে শূকর সবাই বেশ ভয়ে ভয়েই থাকে। এরা প্রতি ঘণ্টায় ১৫ মাইল বেগে ছুটতে পারে। এদের লালায় প্রায় ৫০ রকমের ব্যক্টেরিয়া থাকে।

আরও পড়ুন: বাস্তবের ‘গালি বয়’কে চেনেন? ঢাকার বস্তি থেকে উঠে এখন বাংলা র‌্যাপের ধামাকা

আরও পড়ুন: সেলফিতে নতুনত্ব আনতে যেতেই পারেন এই মিউজিয়ামে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Wildlife Viral Video Indonesia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE