শখ হয়েছিল ঘোড়ার মতো জিরাফের পিঠে চড়বেন। তাই তারের জালে উঠে চেপে বসল জিরাফের পিঠে। আর জিরাফও দিব্যি তাঁকে বয়ে নিয়ে চলল। দেখে মনে হচ্ছে সে বিষয়টিতে বেশ অভ্যস্ত। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োটি কাজাখস্তানের শ্যামখন্দ চিড়িয়াখানার। ভিডিয়োটি টার্কেস্তান টুডে নামে এক ইনস্টাগ্রাম পেজে আপলোড হয়েছে। সেখানে দেখা যাচ্ছে চিড়িয়াখানার ভেতরে ঘুরে বেড়াচ্ছে এক জিরাফ। আর তার পাশের, তারের জাল বেয়ে উঠলেন এক ব্যক্তি। জাল বেয়ে উঠে এক সময় কোনও রকমে চড়ে বসলেন জিরাফের পিঠের উপর। হাত বোলালেন জিরাফের লম্বা গলায়। জিরাফটিও দুলকি চালে তাঁকে নিয়ে হাঁটতে থাকে।
এই ভিডিয়ো সামনে আসার পরই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে। কী ভাবে একজন জিরাফের পিঠে চড়ে বসল চিড়িয়াখানায় তা নিয়ে তদন্ত করছে পুলিশ।