ধু ধু প্রান্তর। তার মধ্যেই ঝোপের আড়ালে শুয়ে বিশ্রাম নিচ্ছে একটি সিংহ। ঝোপের মধ্যে তার মুখ। লেজ বেরিয়ে আছে বাইরের দিকে। হঠাৎ সেখানে গুটিগুটি পায়ে এগিয়ে এল একটি শিয়াল। সিংহকে শুয়ে থাকতে দেখে ওই চতুর শিয়াল যা করেছে, সেই কাণ্ডের ভিডিয়োই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
সেই ভিডিয়ো সম্প্রতি টুইটারে পোস্ট করেছেন, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার রমেশ পান্ডে। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৪৫ হাজার ইউজার। সেই ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘শক্তি ও আকার দেখে কোনও প্রাণীকে বিচার করো না।’’
সেখানে দেখা যাচ্ছে, সিংহের কাছে চুপি চুপি এল শিয়ালটি। তার পর চারপাশ ভাল করে দেখে, মুখে করে টেনে দিল সিংহের লেজ। লেজে টান পড়ায় হকচকিয়ে উঠে ফিরে তাকাল সেই সিংহ। তত ক্ষণে দৌড়ে পালিয়েছে শিয়ালটি। এই ঘটনা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটাগরিকরা। দেখুন সেই ভিডিয়ো—
Don’t underestimate any one with his size or power. Animals too have canny sense of humour :)#SaturdayVibes pic.twitter.com/mWgwdC4s1y
— Ramesh Pandey IFS (@rameshpandeyifs) February 29, 2020
আরও পড়ুন: করোনা আতঙ্ক: বিখ্যাত টিভি কারখানায় তৈরি হচ্ছে লক্ষ লক্ষ ফেস মাস্ক!
আরও পড়ুন: বাচ্চাকে বাঁচাতে সাপের সঙ্গে লড়ছে কাঠঠোকরা