সে রকমই একটি টিকটক চ্যালেঞ্জ সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তা নিয়েই এখন মাতোয়ারা নেটদুনিয়া।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ১৯:১৬
উদ্ভট চ্যালেঞ্জে মাতোয়ারা টিকটক। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
ভিডিয়ো তৈরির জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক। নতুন ভিডিয়ো তৈরির জন্য প্রায়শই সেখানে উঠে আসে বিভিন্ন চ্যালেঞ্জ। লাইকের আশায় সেই চ্যালেঞ্জ গ্রহণ করে ভিডিয়ো বানান টিকটক ব্যবহারকারীরা। সে রকমই একটি টিকটক চ্যালেঞ্জ সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তা নিয়েই এখন মাতোয়ারা নেটদুনিয়া।
নতুন এই চ্যালেঞ্জে হাঁ করে শুয়ে পড়ছেন এক ব্যক্তি। অন্য জন তাঁর মুখে ঢেলে দিচ্ছেন দুধ। না খেয়ে শুয়ে থাকা ব্যক্তি মুখে ধরে রাখছেন তা। তার উপরই ঢালা হচ্ছে কনফ্লেক্স বা চোকোসের মতো খাবার। এর পর যিনি ঢাললেন, তিনি অন্যজনের মুখ থেকে চামচ দিয়ে তুলে খাচ্ছেন সেটি। এই চ্যালেঞ্জ নিয়েই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেটিজেনরা।
নেটিজেনদের একাংশ এই চ্যালেঞ্জ নিয়ে উৎসাহিত হলেও, অপরপক্ষের বক্তব্য এই চ্যালেঞ্জ অস্বাস্থ্যকর। সঙ্গে মুখে পানীয় ঢালার জেরে দুর্ঘটনার সম্ভাবনার কথাটিও তুলে ধরেছেন তাঁরা। দেখুন সেই চ্যালেঞ্জের কিছু ভিডিয়ো—