কোনও কাজের জন্য লাইনে দাঁড়াতে বিরক্ত লাগে তো? সেই বিরক্তি থেকে লাইনে বিশৃঙ্খলার ঘটনাও নতুন কিছু নয়। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখিয়ে দিচ্ছে, বিমানবন্দরে কী ভাবে ভদ্রভাবে লাইনে দাঁড়াচ্ছে লাগেজ।
ভিডিয়োটি তোলা হয়েছে সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের কনভয়ের বেল্টে ঘুরে চলেছে যাত্রীদের লাগেজ। পাশের একটি চ্যানেল থেকে উঠে আসছে আরও কিছু লাগেজ। কিন্তু কনভয়ের বেল্টে সেই লাগেজ আসার মতো জায়গা না থাকলেই দাঁড়িয়ে পড়ছে লাগেজ গুলি। তার পর ফাঁক বুঝে আসছে একে একে। লাইন মেনে ভদ্রভাবে লাগেজের আসাতেই মজেছে নেটিজেনরা।
আপলোড হওয়ার পর থেকে প্রায় ১১ লক্ষ টুইটার ইউজার দেখে ফেলেছেন সেই ভিডিয়ো। সেই ভিডিয়ো দেখে ভারতীয়দের প্রতি নেটিজেনদের কটাক্ষ— ‘‘ভারতীয়রাও যদি এমন ভাবে লাইন মেনে চলত!’’ দেখুন সেই ভিডিয়ো—
Singapore’s Changi airport - where the baggage is polite, has manners https://t.co/7Q408FnFK3 pic.twitter.com/mm4FMlCO8m
— Channa Prakash (@AgBioWorld) December 2, 2019
আরও পড়ুন: বরফ না জলের ধারা? ভিডিয়ো দেখে ধন্দে নেটদুনিয়া...
আরও পড়ুন: টিকটকের বিরুদ্ধে সরব আমেরিকার হিন্দু-মুসলিম সমকামী দম্পতি