মজাদার বিভিন্ন ছবি-ভিডিয়ো প্রায়শই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই রকমই একটি ভিডিয়ো শুক্রবার ছড়িয়ে পড়ে টুইটারে। সেই ভিডিয়োয় একটি সারমেয়র কেতায় মজেছেন নেটাগরিকরা।
রেক্স চ্যাপম্যান নামের এক টুইটার ইউজার শুক্রবার নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন সেই ভিডিয়ো। ৭০ হাজারের কাছাকাছি লাইকের পাশাপাশি সেই ভিডিয়ো ইতিমধ্যেই দেখেছেন সাড়ে ১৩ লক্ষ টুইটার ব্যবহারকারী। ভিডিয়ো আপলোড করে চ্যাপম্যান লিখেছেন, ‘‘এই ভিডিয়ো যদি ইতিমধ্যেই দেখে থাকেন, তা হলে ক্ষমা করবেন।’’
আট সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। তাঁর হাতে থাকা লেস বাঁধা রয়েছে কুকুরের গলায়। কুকুরটি বেশ হেলতে দুলতে নিজের পালকের সঙ্গে আসছে। একটু কাছে আসতেই দেখা গেল, কুকুরটির চোখে রয়েছে সানগ্লাস। তার মাথায় বসে রয়েছে একটি টিয়া পাখি। কুকুরের এই বিচিত্র স্টাইল মাতিয়ে রেখেছে নেটদুনিয়াকে। দেখুন সেই ভিডিয়ো—
Apologies if you’ve already seen a dog in shades out for a walk with a parrot on his head today... https://t.co/snnU9pupDd
— Rex Chapman🏇🏼 (@RexChapman) March 27, 2020
আরও পড়ুন: ৬ লক্ষ ছাড়াল বিশ্বে আক্রান্তের সংখ্যা, মৃত্যু ২৭ হাজার: করোনা আপডেট
আরও পড়ুন: করোনা: সংক্রমণে বিশ্বে প্রথম আমেরিকা