Advertisement
২৫ এপ্রিল ২০২৪
USA

আকাশ থেকে লেকে নেমে জল তুলে উড়ে গেল এই বিমান! দেখুন ভিডিয়ো

এ ভাবে জলের উপর দিয়ে কিছুক্ষণ ছুটে তার পর আবার উড়তে শুরু করল সুপার স্কুপার বিমান।

লেক থেকে জল তুলছে নাচছে সুপার স্কুপার বিমান। ছবি টুইটার থেকে সংগৃহীত।

লেক থেকে জল তুলছে নাচছে সুপার স্কুপার বিমান। ছবি টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
আলাস্কা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৯ ১৫:০৭
Share: Save:

আমেরিকার আলাস্কায় রয়েছে স্কিলাক লেক। বিশালাকার সেই লেকের উপর দিয়ে উড়ে আসছে কয়েকটি সুপার স্কুপার বিমান। উড়তে উড়তে নীচের দিকে আসতে শুরু করল বিমানগুলি। নীচে নেমে তার পর লেকের জলের উপর দিয়েই ছুটছে বিমান। এ ভাবে জলের উপর দিয়ে কিছুক্ষণ ছুটে তার পর আবার উড়তে শুরু করল সুপার স্কুপার বিমান।

আসলে আলাস্কার স্কিলাক ওয়াইল্ড লাইফ রিক্রিয়েশন এলাকায় আগুন লেগেছে। সেখানকার আগন নেভানোর কাজে লাগানো হয়েছে ওই বিমানগুলিকে। এ ভাবেই স্কিলাক লেক থেকে জল তুলে নিয়ে আগুনের নেভানোর কাজ করছে সুপার স্কুপারগুলি।

ওই লেকে গত ২৪ অগস্ট গিয়েছিলেন ইউএস ফিস অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিসের কর্মী স্কট স্লাভিক। তিনিই এই ঘটনার ভিডিয়ো করেন। তার পর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। জলের উপর দিয়ে বিমানের ছুটে চলা দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।

আরও পড়ুন: বিনা অপরাধে ৩৫ বছর জেল খাটায় ২২ কোটি টাকা ক্ষতিপূরণ!

আরও পড়ুন: সহপাঠীকে কান্না থামাতে আট বছরের ছেলের সহানুভূতি দেখে মুগ্ধ নেট দুনিয়া

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

USA Viral Video Plane
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE