সরকারি দফতরের ছাদ থেকে তালিবানি পতাকা সরানোর দাবিতে বুধবার আফগানিস্তানের জালালাবাদে বিক্ষোভ দেখালেন ওই শহরের বহু মানুষ। ওই বিক্ষোভকারীদের উপর গুলি ছুড়তে দেখা গেল তালিবান বাহিনীকে। নেটমাধ্যমে ইতিমধ্যেই ওই ঘটনার একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, শুধু সাধারণ নাগরিকদের উপরই না, বিক্ষোভের জায়গায় উপস্থিত বেশ কিছু সাংবাদিকদের উপরও আক্রমণ করা হয়েছে।
নেটমাধ্যমে ছেয়ে যাওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, আফগানিস্তানের পতাকা হাতে শ’য়ে শ’য়ে মানুষ জালালাবাদের রাস্তায় নেমেছেন। সরকারি প্রতিষ্ঠানকে কেন জাতীয় পতাকার পরিবর্তে তালিবানের পতাকা থাকবে, এই প্রশ্ন তুলে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তাঁরা। হঠাৎ-ই গুলির শব্দ। আর তার পরই ছত্রভঙ্গ হয়ে পালাতে দেখা গেল বিক্ষোভকারীদের। ওই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর মিলেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা সূত্রে।