Advertisement
০১ জুন ২০২৪
Toddler

সাততলার ব্যালকনি থেকে পড়ল তিন বছরের ছেলে! তার পর?

তার পর ব্যালকনি থেকে ঝুলছিল সে। তা দেখেই নিচে জড়ো হয়ে যান ওই হাউসিং কমপ্লেক্সের বাসিন্দারা।

এ ভাবেই ঝুলছিল বাচ্চাটি। ছবি ইউটিউব ভিডিয়োর দৃশ্য।

এ ভাবেই ঝুলছিল বাচ্চাটি। ছবি ইউটিউব ভিডিয়োর দৃশ্য।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৯ ১৭:৫৪
Share: Save:

দিদিমা গিয়েছিলেন বাজার করতে। তখন বাড়িতে একাই ছিল বছর তিনেকের ছেলেটি। ঘর থেকে বেরিয়ে ব্যালকনিতে এসে পিছলে যায় সে। তার পর ব্যালকনি থেকে ঝুলছিল সে। তা দেখেই নিচে জড়ো হয়ে যান ওই হাউসিং কমপ্লেক্সের বাসিন্দারা। নিচে কম্বল নিয়ে তাঁরা দাঁড়িয়েছিলেন ছেলেটি পড়ে গেলে ধরবেন বলে। তখনই পড়ে যায় বাচ্চাটি। আর তৎপরতার সঙ্গে তাকে রক্ষা করেন নিচে দাঁড়িয়ে থাকা লোকজন।

গত সোমবার ঘটনাটি ঘটেছে চিনের দক্ষিণ-পশ্চিম প্রদেশে। তবে সেখানকার এক সংবাদ সংস্থার খবর অনুসারে, সাততলা থেকে পড়েও কোনও আঘাত লাগেনি বাচ্চাটির। সে এখন সুস্থই রয়েছে। ঘটনার সময় সেখানে উপস্থিত সংবাদমাধ্যমের এক প্রতিনিধি বলেছেন, ‘‘আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল বাচ্চাটিকে ঝুলতে দেখে।’’

এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ এই রুদ্ধশ্বাস ভিডিয়ো দেখে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

আরও পড়ুন: লাগবে না হাত পা! শুধু মন দিয়েই খেলা যাবে এই ভিডিয়ো গেম

আরও পড়ুন: বৃষ্টিতে চুম্বনরত ভারত-পাকিস্তানের দুই তরুণী দম্পতি! উচ্ছ্বসিত নেটিজেনরা, দেখুন অ্যালবাম

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Video China Bizarre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE