Advertisement
০২ মে ২০২৪
Iceland

আইসল্যান্ডে ফের জাগল আগ্নেয়গিরি

আইসল্যান্ডের দক্ষিণে রেকিয়াজানেস উপদ্বীপে অবস্থিত আগ্নেয়গিরিটি আজ স্থানীয় সময় ভোর ৩টে নাগাদ অগ্ন্যুৎপাত শুরু করে। তীব্র বেগে লাভা বেরিয়ে আসতে থাকে।

An image of Iceland

জেগে উঠেছে আইসল্যান্ডের আগ্নেয়গিরি। রবিবার রেকিয়াজানেস উপদ্বীপে। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
রেকিয়াভিক শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৪ ০৮:২৫
Share: Save:

আইসল্যান্ডে আবার জেগে উঠেছে আগ্নেয়গিরি। শুরু হয়েছে লাভা উদ্গিরণ। সেই তপ্ত লাভা-স্রোত প্রবেশ করতে চলছে গ্রিন্ডাভিক শহরের ভিতরে। ওই শহর ইতিমধ্যেই খালি করে দিয়েছে প্রশাসন। দেশের প্রেসিডেন্ট গুডনি জোহানেসন জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের ফলে জীবনহানির আশঙ্কা নেই।

আইসল্যান্ডের দক্ষিণে রেকিয়াজানেস উপদ্বীপে অবস্থিত আগ্নেয়গিরিটি আজ স্থানীয় সময় ভোর ৩টে নাগাদ অগ্ন্যুৎপাত শুরু করে। তীব্র বেগে লাভা বেরিয়ে আসতে থাকে। মাছ ধরার জন্য বিখ্যাত গ্রিন্ডাভিক শহরে লাভা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। স্থানীয় সূত্রের খবর, লাভা-স্রোত শহরে প্রবেশের আগেই এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। লাভা-স্রোত শহর থেকে ৫০ মিটার দূরে।

এক মাসের মধ্যে এটা দ্বিতীয় অগ্ন্যুৎপাত। গত ১৮ ডিসেম্বর জেগে উঠেছিল আগ্নেয়গিরিটি। তখন গ্রিন্ডাভিক শহরের অন্তত চার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দিয়েছিল প্রশাসন। গত কয়েক দিনে শ’খানেক বাসিন্দা শহরে ফিরে আসেন। তাই এ বার শহর ফাঁকা করতে তেমন অসুবিধা হয়নি। প্রেসিডেন্ট এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন, কাল সারা রাত ধরে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। প্রাণহানির আশঙ্কা নেই। তবে শহরের পরিকাঠামোগত ক্ষেত্রে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Iceland Volcano Eruption Volcano
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE