Advertisement
২৫ এপ্রিল ২০২৪
International news

এ ভাবে বেঁচে যাওয়া যায়! দেখলে চমকে যাবেন

দু’পাশের দুই প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য যাত্রী। দুই স্টেশনের মাঝে সিঙ্গল লাইনে তখন তীব্র বেগে ট্রেন ঢুকছে। তারই মাঝে মুহূর্তের মধ্যে দৌড়ে এসে এক লাফে রেল লাইনে পড়লেন এক ব্যক্তি। উপর দিয়ে চলে গেল ট্রেন। এত পর্যন্ত বিস্ময়ের কিছু নেই।

ছবি: সংগ্রহ।

ছবি: সংগ্রহ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৭ ১৩:৫৯
Share: Save:

দু’পাশের দুই প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য যাত্রী। দুই স্টেশনের মাঝে সিঙ্গল লাইনে তখন তীব্র বেগে ট্রেন ঢুকছে। তারই মাঝে মুহূর্তের মধ্যে দৌড়ে এসে এক লাফে রেল লাইনে পড়লেন এক ব্যক্তি। উপর দিয়ে চলে গেল ট্রেন। এত পর্যন্ত বিস্ময়ের কিছু নেই। চলন্ত ট্রেনে সুইসাইডের অন্যান্য ঘটনার মতোই। যা প্রায় সকলেরই জানা। গল্পেতে টুইস্ট আসে ঠিক পরের দৃশ্যেই। যে ব্যক্তিকে চোখের সামনে ট্রেনের চাকায় ‘দু’ভাগ’ হতে দেখলেন যাত্রীরা তিনিই কি না পর মুহূর্তে লাফিয়ে প্ল্যাটফর্মে উঠে দে ছুট! সম্প্রতি এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে দক্ষিণ তাইল্যান্ডের ফেচাবুরি স্টেশনে। প্ল্যাটফর্মে লাগানো সিসিটিভি ক্যামেরায় যে ছবি ধরাও পড়েছে।

ব্যক্তিটি কে, কী ভাবেই বা এমন অসাধ্য সাধন করলেন তিনি? সে সব এখনও পর্যন্ত রহস্যই থেকে গিয়েছে। এমনকী যে প্ল্যাটফর্ম দিয়ে দৌড়ে পালিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে লাগানো সিসিটিভিতেও ওই ব্যক্তিটির কোনও ছবি ধরা পড়েনি বলে তাইল্যান্ড পুলিশ জানায়।

ঠিক কী ঘটেছিল?

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মের এক পাশে ওই ব্যক্তি চুপ করে শুয়ে ছিলেন। ট্রেনের ঘোষণা হওয়ার পর উঠে বসেন। বেশ কয়েকবার লাইনের দিকে তাকান। হাবভাব এমন ছিল যেন তাঁর ট্রেনে ওঠার বেশ তাড়া রয়েছে। তবে যতক্ষণ প্ল্যাটফর্মে ছিলেন কারও সঙ্গেই নাকি তিনি কোনও কথা বলেননি। ট্রেন তখন সবে প্ল্যাটফর্মে ঢুকছে। ঠিক সে সময়ই কিছু বুঝে ওঠার আগেই লাফ দিয়ে ট্রেনের সামনে গিয়ে পড়েন তিনি। কোমর থেকে মাথা পর্যন্ত লাইনের বাইরে থাকলেও কোমর থেকে নীচের অংশ লাইনের উপরেই পড়েছিল। তীব্র গতিতে ছুটে আসা ট্রেন তাঁকে ধাক্কাও দেয়। চোখের সামনে একটা মানুষকে এ ভাবে দু’আধখানা হতে দেখে যাত্রীদের অনেকেই তখন ভয়ে চোখে চাপা দিয়ে দিয়েছেন। কাউকে আবার চিৎকার করে ছুটে পালাতেও দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে। তত ক্ষণে খবর পেয়ে ছুটে আসে রেল পুলিশ এবং প্যারামেডিক্যাল কর্মীরাও। কিন্তু কোথায় কী? যাঁর জন্য এত কাণ্ড, সে তো দিব্যি রয়েছেন। ট্রেনের চাকা গলে ওপারের প্ল্যাটফর্মে উঠেই আবার ছুটে পালিয়ে যান।

দেখুন ভিডিও:

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা মহিলার রক্তচাপই বলে দেবে সন্তান ছেলে হবে না মেয়ে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Thailand Train
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE