Advertisement
২৭ এপ্রিল ২০২৪
International News

আস্ত মানুষকে গিলে ফেলছে অ্যানাকোন্ডা! দেখুন ভিডিও

প্রায় ১৮-২০ ফুট লম্বা অ্যানাকোন্ডা। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধীরে ধীরে একটা আস্ত মানুষকে গিলে ফেলছে সে। চার পাশে রয়েছেন আরও অনেকে। কেউ এগিয়ে আসছেন না দৈত্যাকার অ্যানাকোন্ডার কবল থেকে মানুষটিকে বাঁচাতে!

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ১১:১৪
Share: Save:

প্রায় ১৮-২০ ফুট লম্বা অ্যানাকোন্ডা। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধীরে ধীরে একটা আস্ত মানুষকে গিলে ফেলছে সে। চার পাশে রয়েছেন আরও অনেকে। কেউ এগিয়ে আসছেন না দৈত্যাকার অ্যানাকোন্ডার কবল থেকে মানুষটিকে বাঁচাতে!

ভাবছেন, এ দৃশ্য দেখে ভয়ে তাঁরাও কাঠ হয়ে গিয়েছেন! না! ভয় হয়তো পেয়েছেন। কিন্তু, ভয়ে এগোচ্ছেন না এমন নয়। সেখানে উপস্থিত বাকিরা তখন ওই দৃশ্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। ভাবছেন এও সম্ভব! হ্যাঁ, বর্তমানে টিআরপি-র দৌড়ে টিকে থাকতে গেলে এমন অনেক কিছুই করতে হয়।

ডিসকভারি চ্যানেলের একটি বিশেষ শো-এর জন্য তার সঞ্চালক পল রসোলি একটা ভয়ঙ্কর ‘স্টান্ট’ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ঠিক হয়েছিল, পল একটা বিশাল অ্যানাকোন্ডার সামনে নিজেকে ‘টোপ’ হিসেবে পেশ করবেন। পলের পরিকল্পনামাফিক এগোল গোটা ইউনিট। কিন্তু প্রাণে বাঁচবার একাধিক ব্যবস্থা নেওয়ার পরও অ্যানাকোন্ডার প্যাঁচে দম বন্ধ হওয়ার উপক্রম হয় পলের। একটা হাত প্রায় ভেঙেই যাচ্ছিল আর একটু হলে। যখন পলকে প্রায় গোটাটাই গিলে ফেলছে অ্যানাকোন্ডা, তখন বেগতিক বুঝে তাঁকে উদ্ধার করতে ছুটে আসেন ইউনিটের বাকি সদস্যরা। তার পর... দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও!

 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anaconda
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE