Advertisement
০৫ মে ২০২৪
Bridge Tilted

হুড়মুড়িয়ে হেলে পড়ল ব্রিজ! নীচে খাদ! ঝুলছেন পর্যটক!

দুই পাহাড় জুড়েছে একটি কাঠ আর দড়ি দিয়ে বোনা ঝুলন্ত সাঁকোর মাধ্যমে। দল বেঁধে পর্যটকরা এই সাঁকো পেরিয়ে পাহাড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছেন। এমন সময় আচমকা এক দিকে কাত হয়ে ঝুলে পড়ল বিশাল কাঠের সাঁকোটি।

ছবি: সংগ্রহীত।

ছবি: সংগ্রহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ১৯:০০
Share: Save:

চারপাশে সবুজে পাহাড়ে ঘেরা মনোরম দৃশ্য। দুই পাহাড় জুড়েছে একটি কাঠ আর দড়ি দিয়ে বোনা ঝুলন্ত সাঁকোর মাধ্যমে। এই কাঠের সাঁকোটি প্রায় ৩৫-৪০ মিটার লম্বা। দল বেঁধে পর্যটকরা এই সাঁকো পেরিয়ে পাহাড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছেন। এমন সময় আচমকা এক দিকে কাত হয়ে ঝুলে পড়ল বিশাল কাঠের সাঁকোটি। একই সঙ্গে কাত হয়ে সাঁকোর দড়ি ধরে ঝুলে রইলেন জনা কুড়ি পর্যটক। হাত ফসকালেই অন্তত ৪০ ফুট নীচে গিয়ে পড়বেন তাঁরা। এই অবস্থায় সাঁকোর দড়ি ছিঁড়ে গেলেও বিপদ একই রকম!

দিন তিনেক আগে ভয়ানক এই ঘটনাটি ঘটেছে চিনের নানছাং এলাকার একটি পর্যটন পার্কে। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্ত পর্যটকই ঘটনাচক্রে কাঠের সাঁকোর বাঁ দিকে চলে আসায় বেসামাল হয়ে সেটি এক দিকে হেলে পড়ে। পর্যটকরা সাঁকোর দু’পাশের দড়ির রেলিং ধরে মাঝ-বরাবর হাঁটলে এই বিপত্তি এড়ানো যেত সহজেই। এই ঘটনায় কাঠের সাঁকোটি ক্ষতিগ্রস্ত হলেও পর্যটকদের নিরাপদেই উদ্ধার করতে পেরেছেন পার্ক কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণের জন্য আপাতত বন্ধ রাখা হয়েছে পার্কটি। এই গোটা ঘটনার ভিডিও ধরা পড়েছে এক পর্যটকের মোবাইল ক্যামেরায়। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

দেখুন ভিডিও:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE