মাস্ক, পিপিই কিটের ব্যবহার বেড়েছে বলে পাল্লা দিয়েছে কোভিড বর্জ্যও। ফেলে দেওয়া মাস্ক, পিপিই কিট নিয়ে কী করা হবে, তাই নিয়ে চিন্তা বাড়ছে। যদি কোনও ভাবে সেগুলিকে অন্য কোনও কাজে ব্যবহার করা হয়, তাহলে মন্দ কী? তেমনই এক কাণ্ড ঘটিয়েছেন লন্ডনের পোশাক ডিজাইনার। তিনি আস্ত বিয়ের গাউন বানিয়ে ফেলেছেন ১ হাজার ৫০০ মাস্ক দিয়ে।
এ ছাড়া প্লাস্টিক পিপিই কিট ব্যবহার করেছেন তিনি গাউনের ভিতর দিকে। আর এই অদ্ভুত উপাদানে তৈরি গাউনের ছবিই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।