একসঙ্গে বেড়াতে যাওয়া থেকে শুরু করে, জন্মদিন, ডিনার, দোল— সমস্ত ছোটখাটো উৎসবেই দিতিপ্রিয়া ও বিশ্বাবসু যেন একে অপরের ছায়া। দুই শিল্পীর ইনস্টাগ্রামই সেই সব ছবিতে ভর্তি। কোথাও একে অপরের চিত্রগ্রাহকের ভূমিকায় অবতীর্ণ হন। দুই পরিবারের মধ্যেও যে সম্পর্ক ভাল, বেশ কয়েক মাস আগেই কয়েকটি ছবির দৌলতে সে খবর পেয়েছিলেন নেটাগরিকরা। বিশ্বাবসুর সঙ্গে যেমন দিতিপ্রিয়ার মা-বাবার ছবি দেখতে পাওয়া যায়। অন্য দিকে বিশ্বাবসুর দিদিমার সঙ্গে দিতিপ্রিয়ার ছবিও খুব জনপ্রিয় হয়েছিল মাস কয়েক আগে।
এরই মধ্যে টেলিপাড়ায় জোর গুঞ্জন পর্দার দিদিমা এবং নাতি অর্থাৎ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং অভিনেতা বিশ্বাবসু বিশ্বাসের সম্পর্কের সংজ্ঞা নিয়ে। শোনা যাচ্ছে, তাঁরা নাকি প্রেম করছেন।
তাঁরা কি কেবল বন্ধু নাকি তার থেকে বেশি কিছু? এর আগে অভিনেতা ও অভিনেত্রী এই গুজবকে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এ বারে কি বিশেষ কিছু ঘটল? আবার এমন গুজব ছড়াচ্ছে কেন?