Advertisement
E-Paper

কাশ্মীর নিয়ে তাঁকে কী বলেছিলেন বাজপেয়ী জানালেন ইমরান

ইমরানের মন্তব্য,‘‘ অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন কাশ্মীর সমস্যা সমাধানের খুব কাছে পৌঁছে গিয়েছিল দুই দেশ।’’ যুদ্ধ নয়, আলোচনার ভিত্তিতেই কাশ্মীর সমস্যার সমাধান আছে বলে তাঁকে জানিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ১৫:১৬
বাজপেয়ীর সঙ্গে আলোচনার কথা সামনে আনলেন ইমরান।

বাজপেয়ীর সঙ্গে আলোচনার কথা সামনে আনলেন ইমরান।

যুদ্ধ ছাড়াই কাশ্মীর সমস্যার তিন থেকে চারটি সমাধান ভারত ও পাকিস্তানের কাছে আছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে একটি পুরনো আলোচনার সূত্র ধরে এই কথা জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে তাঁর দাবি, অটলজি তাঁকে বলেছিলেন, ২০০৪ লোকসভা নির্বাচনে বিজেপি না হারলে কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যেত। মঙ্গলবার ইসলামাবাদে টিভি সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে গিয়ে এই কথা বলেন ইমরান।

ইমরানের মন্তব্য,‘‘ অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন কাশ্মীর সমস্যা সমাধানের খুব কাছে পৌঁছে গিয়েছিল দুই দেশ।’’ যুদ্ধ নয়, আলোচনার ভিত্তিতেই কাশ্মীর সমস্যার সমাধান আছে বলে তাঁকে জানিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। বাজপেয়ীর সঙ্গে তাঁর সেই আলোচনার সময় ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিংহ-ও উপস্থিত বলে জানিয়েছেন ইমরান।

কিন্তু কী ছিল সেই সমাধানের পথ, তা খোলসা করে জানাননি পাক প্রধানমন্ত্রী। সাংবাদিকরা এই নিয়ে তাঁকে প্রশ্ন করলে তিনি জানান, ‘‘সেই কথা বলার সময় এখনও আসেনি।’’

আরও পড়ুন: ভারতকে গুগলি দিয়েছেন ইমরান, করতারপুর করিডর নিয়ে নয়াদিল্লিকে কটাক্ষ পাক বিদেশমন্ত্রীর

ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনার বিষয়টিও উড়িয়ে দিয়েছেন ইমরান। দু’টি পরমাণু অস্ত্রধর দেশ যুদ্ধে নামলে যে ক্ষয়ক্ষতি হবে, সেই ভয়াবহতার কথা মাথায় রেখেই ভারত এবং পাকিস্তান যুদ্ধ করবে না বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তান বার বার আলোচনার আহ্বান দিলেও ভারত কেন সেই ডাকে সাড়া দিচ্ছে না, এই নিয়েও মুখ খুলেছেন পাক প্রধানমন্ত্রী তাঁর দাবি, ‘‘ ২০১৯ লোকসভা নির্বানের কথা মাথায় রেখেই আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে না নয়াদিল্লি।’’

আরও পড়ুন: দাউদ, হাফিজদের দায় নিতে নারাজ প্রধানমন্ত্রী ইমরান

পাকিস্তান সরকার ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনে বিভিন্ন সময় উৎসাহ দেখালেও পাকিস্তানি সেনার আপত্তির কারণে সেই শান্তি প্রক্রিয়া অনেক সময়ই ভেস্তে গিয়েছে। সেই প্রসঙ্গ এনে ইমরান জানান, ‘‘পাকিস্তানি সেনা এবং তিনি একই জায়গায় আছেন। আমার সমস্ত সিদ্ধান্তে সেনাবাহিনীর সমর্থন আছে।’’

প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানে বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ এনে সমস্ত রকম আলোচনার রাস্তা বন্ধ করেছে ভারত। সন্ত্রাস এবং আলোচনা, এক সঙ্গে চলতে পারে না, ইসলামাবাদকে এই কথা বার বারই জানিয়ে দিয়েছে নয়াদিল্লি।

(আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক সংঘর্ষ- সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

Pakistan India Imran Khan Atal Bihari Vajpayee Kashmir Natwar Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy