ফ্রান্স সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দুপুরেই ফ্রান্সের উদ্দেশে রওনা দেন তিনি। সেই সফরেই একাধিক কর্মসূচিতে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক শীর্ষবৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর। সেই বৈঠকেই থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁও। এআই থেকে শুরু করে পারমাণবিক শক্তি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে দুই রাষ্ট্রনেতার। সেই আলোচনায় উঠে আসবে ভারত-ফ্রান্সের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রসঙ্গও।
মাকরেঁর আমন্ত্রণে ফ্রান্স সফরে যাচ্ছেন মোদী। মঙ্গলবার কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একটি সম্মেলন রয়েছে ফ্রান্সে। ২০২৩ সালে এই সম্মেলন শুরু হয় ব্রিটেনে। ২০২৪ সালে এই সম্মেলন বসেছিল দক্ষিণ কোরিয়ায়। এ বার আয়োজিত হচ্ছে ফ্রান্সে। সেই সম্মেলনেই থাকবেন মোদী। এআই-এর ভবিষ্যৎ নিয়ে বিশ্বব্যাপী আলোচনার ক্ষেত্রে এ হেন সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত অনেকের। এই সম্মেলনে মূল লক্ষ্যই হল এআই প্রযুক্তির নৈতিক ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা।
এআই সম্মেলন ছাড়াও ফ্রান্স সফরে বেশ কয়েকটি উচ্চস্তরের দ্বিপাক্ষিক বৈঠকও সারবেন মোদী। এ ছাড়াও মাকরেঁর সঙ্গেও একান্ত বৈঠক করার কথা আছে তাঁর। ভারত এবং ফ্রান্সের মধ্যে বাণিজ্য, প্রযুক্তিগত অংশীদারি বৃদ্ধির ক্ষেত্রে কী কী করণীয়, তা নিয়ে আলোচনা হতে পারে দুই রাষ্ট্রনেতার মধ্যে। বুধবার মোদী এবং মাকরঁ— দু’জনে মার্সেইতে মাজ়ারগুয়েস যুদ্ধের সমাধিক্ষেত্র পরিদর্শন করবেন। যুদ্ধে শহিদ ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন মোদী। এ ছাড়াও, পারমাণবিক শক্তি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
ফ্রান্স থেকেই বুধবার আমেরিকায় উড়ে যাবেন মোদী। প্রধানমন্ত্রীর এ বারের আমেরিকা সফর বিশেষ তাৎপর্যপূর্ণও বটে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করার পর এটিই দু’জনের প্রথম বৈঠক হতে চলেছে। বৈঠকে নানা প্রসঙ্গের পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়েও আলোচনা হতে পারে। এ ছাড়াও, শুল্ক, আমেরিকায় থাকা অবৈধবাসী ভারতীদের নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।