Advertisement
E-Paper

অমিতাভ কে, মনেই পড়ছিল না হিলারির

দেখা হয়েছিল, মনে আছে। কিন্তু ‘বয়স্ক’ আর ‘বিখ্যাত সেই ভারতীয় মেগাস্টারের’ নামটাই মনে করতে পারছিলেন না। তাই এক সহকারীর দ্বারস্থ হয়েছিলেন হিলারি ক্লিন্টন। প্রশ্ন করেছিলেন ই-মেলে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৬ ০৩:৫০

দেখা হয়েছিল, মনে আছে। কিন্তু ‘বয়স্ক’ আর ‘বিখ্যাত সেই ভারতীয় মেগাস্টারের’ নামটাই মনে করতে পারছিলেন না। তাই এক সহকারীর দ্বারস্থ হয়েছিলেন হিলারি ক্লিন্টন। প্রশ্ন করেছিলেন ই-মেলে। শুক্রবার সেই ই-মেলই ফাঁস হয়ে গেল এক সাংবাদিকের মদতে! জানা গেল নামটাও। আজ তিনি আরও বয়স্ক, আর সমান বিখ্যাত— অমিতাভ বচ্চন। সময়টা ২০১১-র জুলাই। হিলারি তখনও আমেরিকার বিদেশসচিব। যে সময়কার ব্যক্তিগত সার্ভার ব্যবহার নিয়েই ফের তদন্তে নেমেছে এফবিআই। তবে কেন অমিতাভকে নিয়ে হিলারির এই প্রশ্ন, জানা যায়নি।

তবে ই-মেল তদন্ত নিয়ে হিলারি শিবিরে চাপ থাকছেই। গতকাল ফ্লোরিডার এক সভায় ট্রাম্প বলেন, ‘‘দয়া করে তীরে এসে তরী ডোবাবেন না। ভোটটা দিন। এখানকার ১০০ শতাংশ ভোট আমার চাই।’’ তাঁর দাবি, হোয়াইট হাউসে বদল এ বার হবেই। কারণ, ই-মেল নিয়ে ফৌজদারি তদন্ত এই শুরু হল বলে ৮ নভেম্বর চূড়ান্ত ভোটাভুটির আগে প্রায় রোজ পাল্টে যাওয়া জনমত সমীক্ষায় ধন্দও বাড়ছে। হাড্ডাহাড্ডি লড়াই জারি রেখেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

সহধর্মিণী। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হয়ে শেষবেলার প্রচারে নামলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

বৃহস্পতিবার পেনসিলভ্যানিয়ার এক সমাবেশে। ছবি: এএফপি।

গত কালই আবার পাশা উল্টে দিয়ে এগিয়ে থাকার ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন বিদেশসচিব হিলারি ক্লিন্টন। মার্কিন ভোটের অঙ্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেট ফ্লোরিডা থেকে যত বেশি সম্ভব ভোট পেতে চাইছেন হিলারিও। কিন্তু পরিস্থিতি আদৌ ততটা প্রতিকূল নয়। সূত্রের খবর, এখানকার ইন্দো-আমেরিকানরা গত বার পর্যন্ত ওবামার পাশে থাকলেও, এ বার দলবদলের পক্ষে। তবে মহিলাদের একটা বড় অংশ এখনও ডেমোক্র্যাট শিবিরেই আস্থা রাখছেন বলে জানা গিয়েছে। হিলারি শিবিরকে চিন্তায় রেখেছে দেশের কৃষ্ণাঙ্গ ভোটও। সূত্রের খবর, সংখ্যায় বেশি হলেও আগাম ভোটদাতাদের মধ্যে সংখ্যালঘু, বিশেষত আফ্রো-আমেরিকানদের ভোট কমেছে।

এ বার রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়ে গিয়েছে— সাড়ে তিন কোটি! বিপুল পরিমাণ আগাম ভোট কীসের ইঙ্গিত দিচ্ছে?

উত্তর খুঁজছেন মার্কিন ভোট-বিশেষজ্ঞরাও।

Hillary clinton Amitabh bachchan E-mail
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy