Advertisement
২৬ এপ্রিল ২০২৪

হামিদ হত? হামিদ আত্মঘাতী? জল্পনা চরমে

আবদেল হামিদ আবাউদ— প্যারিস হামলার মূল চক্রী। প্যারিসের উত্তর শহরতলি সেন্ট ডেনিসের যে অ্যাপার্টমেন্ট ঘিরে বুধবার দীর্ঘ সাত ঘণ্টার লড়াই চলল, আবদেল হামিদ সেখানে লুকিয়ে রয়েছে বলে খবর পেয়েই অভিযান চালায় পুলিশ। প্রবল সংঘর্ষ হয়েছে দু’পক্ষে। দুই জঙ্গি নিহত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৫ ২০:০১
Share: Save:

আবদেল হামিদ আবাউদ— প্যারিস হামলার মূল চক্রী। প্যারিসের উত্তর শহরতলি সেন্ট ডেনিসের যে অ্যাপার্টমেন্ট ঘিরে বুধবার দীর্ঘ সাত ঘণ্টার লড়াই চলল, আবদেল হামিদ সেখানে লুকিয়ে রয়েছে বলে খবর পেয়েই অভিযান চালায় পুলিশ। প্রবল সংঘর্ষ হয়েছে দু’পক্ষে। দুই জঙ্গি নিহত। অন্তত পাঁচ জন ধৃত। কিন্তু, আবদেল হামিদ কোথায়? ধৃত না নিহত? স্পষ্ট করে এখনও জানায়নি ফ্রান্সের সরকার।

ফরাসি পুলিশের সূত্রকে উদ্ধৃত করে বেশ কয়েকটি পশ্চিমি সংবাদ মাধ্যম বলছে, হামিদ নিহত। কারণ ধৃতদের মধ্যে সে নেই। অভিযান চলাকালীন হামিদ আত্মহত্যা করেছে বলেও পুলিশের একটি সূত্র জানাচ্ছে। কিন্তু, ফরাসি সরকার এখনও মুখ খোলেনি।

ফ্রান্সের প্রতিবেশী রাষ্ট্র বেলজিয়ামের নাগরিক হামিদ। সিরিয়া থেকে প্যারিসের বুকে সন্ত্রাস আমদানি করার মূল কারিগর সে-ই। প্রথম থেকেই এই দাবি করছে ফ্রান্সের সরকার। হামিদের খোঁজে হন্যে হয়ে ঘুরছেন ফরাসি গোয়েন্দারা। প্যারিসের উত্তরে সেন্ট ডেনিসের একটি অ্যাপার্টমেন্টে হামিদ-সহ বেশ কয়েকজন আত্মগোপন করে রয়েছে বলে খবর পেয়েই বুধবার ভোরে সেখানে অভিযান চালানো হয়। যেভাবে প্রতিরোধ এসেছে জঙ্গিদের সেই আস্তানার ভিতর থেকে, তাতে সকলের কাছেই স্পষ্ট যে সেন্ট ডেনিসের ওই আস্তানায় জঙ্গিরাই ছিল। অভিযান চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় এক মহিলা। আর এক পুরুষ জঙ্গিও নিহত হয়েছে। ধৃত অন্তত পাঁচ জন। এই ধৃতদের মধ্যে হামিদ নেই বলেই প্রাথমিক খবর।

প্রশ্ন উঠছে, তা হলে হামিদ কোথায়? হামিদ ওই জঙ্গি আস্তানায় রয়েছে বলে পাকা খবর ছিল ফরাসি সরকারের কাছে। যে ভাবে ঘিরে ফেলা হয়েছিল গোটা এলাকা, তাতে পুলিশ বা সেনাকে ফাঁকি দিয়ে পালানো তার পক্ষে প্রায় অসম্ভব। সেক্ষেত্রে দুই নিহত জঙ্গির এক জনই হামিদ। মনে করছেন অনেকেই। নিহত দুই জঙ্গির পরিচয় এখনও প্রকাশ করেনি ফরাসি সরকার। সত্যিই কি হামিদ নিহত? বা আত্মঘাতী? জল্পনা চরমে। হামিদকে ঘিরে রহস্যের জাল তাই ক্রমেই ঘনাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE