Advertisement
E-Paper

‘হাফিজ সইদ কোন ডিমটা পাড়ছে যে তাকে লালন করছি?’

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর ক্রমশ চড়া হচ্ছে পাকিস্তানে। জঙ্গিদের সমর্থন জোগানোর বিরুদ্ধে মুখ খুলে দিন কয়েক আগেই পাক সেনাকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ বার নওয়াজের দলেরই আর এক সাংসদ মুখ খুললেন সন্ত্রাসের বিরুদ্ধে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৬ ১৭:১৯
ফাইল চিত্র

ফাইল চিত্র

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর ক্রমশ চড়া হচ্ছে পাকিস্তানে। জঙ্গিদের সমর্থন জোগানোর বিরুদ্ধে মুখ খুলে দিন কয়েক আগেই পাক সেনাকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ বার নওয়াজের দলেরই আর এক সাংসদ মুখ খুললেন সন্ত্রাসের বিরুদ্ধে। লস্কর-প্রধান হাফিজ সইদকে কেন সুরক্ষিত আশ্রয়ে লালন করছে পাকিস্তান? প্রশ্ন তুলেছেন পাক পার্লামেন্টের বিদেশ নীতি সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির ওই সদস্য।

শুধু পাক সেনার বিরুদ্ধে অবশ্য নয়, পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর সাংসদ রানা মুহাম্মদ আফজল নিজের দলের সরকারের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন। হাফিজ সইদের মতো নিষিদ্ধ জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের সরকার ব্যবস্থা নিতে পারেনি বলেই গোটা বিশ্ব থেকে পাকিস্তানকে আজ বিচ্ছিন্ন হয়ে পড়তে হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। বিবিসি উর্দু সূত্রের খবর, বৃহস্পতিবার স্ট্যান্ডিং কমিটির বৈঠকে রানা মুহাম্মদ আফজল প্রশ্ন তুলেছেন, ‘‘হাফিজ সইদ আমাদের জন্য কোন ডিমটা পাড়ছে যে আমরা তাকে লালন-পালন করছি?’’ পাক বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলে আফজল বলেছেন, ‘‘এত দিন ধরে আমরা হাফিজ সইদের হাত থেকে নিজেদের মুক্ত করতে পারলাম না।’’ পাক পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে নওয়াজ শরিফের দলের ওই সাংসদ আক্ষেপ করে বলেছেন যে, নয়াদিল্লি গোটা বিশ্বে হাফিজ সইদের বিরুদ্ধে এমন জনমত গঠন করে দিয়েছে যে কাশ্মীর নিয়ে কোনও আন্তর্জাতিক মঞ্চে আলোচনা শুরু হলেই বৈদেশিক প্রতিনিধিরা হাফিজ সইদের প্রসঙ্গ তোলেন।

লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদ মুম্বই জঙ্গি হানার মূল চক্রী। দীর্ঘ দিন ধরে হাফিজের শাস্তির দাবিতে সরব ভারত। রাষ্ট্রপুঞ্জও তাঁকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু পাকিস্তানে হাফিজ সইদ প্রকাশ্যেই নিজের কার্যকলাপ চালাচ্ছেন এবং পাক সেনা তথা আইএসআই তাঁকে সব রকম ভাবে সাহায্য করছে। হাফিজ সইদ ছাড়াও, হিজবুল মুজাহিদিনের সালাউদ্দিন, লস্করের জাকিউর লহমান লকভি বা জইশের মাসুদ আজহাররা পাকিস্তানে সদর্পে সন্ত্রাসবাদী পরিকাঠামো চালান এবং ভারতে সন্ত্রাস রফতানি করেন। পাক সাংসদ বলছেন, এই সব জঙ্গি নেতাদের আশ্রয় দেওয়ার জেরেই গোটা বিশ্বের সামনে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত হয়ে উঠছে পাকিস্তান।

আরও পড়ুন- একঘরে হয়ে যাচ্ছি, সেনাকে কড়া বার্তা পাক প্রধানমন্ত্রীর

আরও পড়ুন- বাঙালির দুর্গাপুজো, নতুন রূপে নতুন সাজে

আরও পড়ুন- থিমের সাজে অচেনা কলকাতা

Hafij Saeed Pakistan MP Rana Muhammad Afzal Protest Against Terrorism
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy