২০২৪ সালে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি খুন হয়েছে আমেরিকার রাজধানী শহর ওয়াশিংটন ডিসি-তে। রিপোর্ট দিয়ে জানাল হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের দেওয়া তালিকায় রয়েছে দিল্লি এবং ইসলামাবাদের উল্লেখও।
সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউস জানিয়েছে, কলম্বিয়ার বোগোটা, মেক্সিকোর মেক্সিকো সিটিকেও ছাপিয়ে গিয়েছে ওয়াশিংটন ডিসি। সেখানে প্রতি এক লক্ষ জনসংখ্যার মধ্যে ২৭.৫৪ জন খুন হয়েছেন ২০২৪ সালে। সেই জায়গায় দাঁড়িয়ে বোগোটায় খুনের ঘটনার হার ১৫.১, মেক্সিকো সিটিতে ১০.৬। চতুর্থ নম্বরে রয়েছে ইসলামাবাদ। সেখানে খুনের ঘটনার হার ৯.২। ভারতের নয়াদিল্লি (১.৪৯) সাত নম্বরে। প্যারিস ছ’নম্বরে এবং লন্ডন আট নম্বরে।
ঘটনাচক্রে, এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘আজই রাজধানীকে সন্ত্রাসমুক্ত করা হবে। সাধারণ মানুষকে নৃশংস ভাবে খুনের দিন শেষ!’’