বছর কয়েক ধরেই মাথায় পাথর বয়ে হেঁটে বেড়াচ্ছেন ৫৪ বছরের কং ইয়ান। মোটেও হাল্কা নয়, সে পাথরের ওজন ৪০ কেজি। এ ভাবেই রাস্তাঘাটে বেরোচ্ছেন। সিঁড়ি বেয়ে মন্দিরে যাচ্ছেন। বাজারহাটও বাদ নেই। আশপাশের মানুষজনের কটাক্ষও গায়ে মাখাননি। কিন্তু, কেন? কং ইয়ানের দাবি, ওজন কমানোর জন্যই এ ভাবে হাঁটা শুরু করেছিলেন তিনি। আর এ ভাবে হেঁটেই নাকি তিনি ঝরিয়ে ফেলেছেন বছরে প্রায় ৩০ কিলো ওজন। চিনের মিডিয়াতেও এখন শিরোনামে কং ইয়ানের অভিনব কাহিনি। ফেসবুকেও ভাইরাল কংয়ের ইয়ান। হিট পেরিয়েছে সাত হাজারেরও বেশি।
ঠিক কত দিন আগে শুরু হয়েছিল এই ওজন-অভিযান? উত্তর-পূর্বের চিনের শহর জিলিনের বাসিন্দা কং জানিয়েছেন, বছর চারেক আগে। নিজের বাড়তি ওজন নিয়ে বরাবরই বিবৃত ছিলেন কং। স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছিল। চার বছর আগে তাঁর ওজন ছিল ১১৫ কেজি। সে সময়ই ওয়েট ট্রেনিং করা শুরু করেন তিনি। তবে ওজন কমানোর নেশা এমনই চেপে বসে মাথায় যে, জিম ছে়ড়ে রাস্তায় নেমে আসেন তিনি। প্রথম প্রথম ১৫ কেজি ওজন মাথায় নিয়ে হাঁটা শুরু করেন। পরে তা বাড়িয়ে ৪০ কেজিতে নিয়ে যান। এ ভাবেই কং ইয়ান প্রতি দিন পার করছেন দেড় হাজার মিটার রাস্তা।
আরও পড়ুন