বাংলাদেশে নারী নির্যাতনের বিরাম নেই। ভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে মারধর এবং তাঁর সামনেই স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ঘটনা ভিডিয়ো করে ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। গত পরশু রাতের ওই ঘটনায় শ্রমিক দলের নেতা ফরিদ উদ্দিন-সহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেলও রয়েছেন।
নির্যাতিতার স্বামী পুলিশকে জানান, তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধ চলছে। শনিবার রাতে ফোন করে তাঁকে তজুমদ্দিন বাজার এলাকায় ডাকেন দ্বিতীয় স্ত্রী। সেখানে পৌঁছনোর পরে শ্রমিক দলের নেতা ফরিদ উদ্দিনেরা ওই ব্যক্তিকে মারধর করে চার লক্ষ টাকা চাঁদা চায়। রাতভর নির্যাতন করা হয় তাঁকে। খবর পেয়ে পর দিন ওই ব্যক্তির প্রথম স্ত্রী সেখানে গিয়ে অভিযুক্তদের ১০ হাজার টাকা দেন। তাতে ক্ষিপ্ত অভিযুক্তেরা স্বামী-স্ত্রীকে বিবস্ত্র করে মারধর করে। স্বামীকে বেঁধে রেখে তাঁর সামনেই স্ত্রীকে ধর্ষণ করা হয়। বিষয়টি কাউকে না জানানোর শর্তে বিকেলে মুক্তি পান স্বামী-স্ত্রী। বাড়ি ফিরে সন্ধ্যায় দু’বার আত্মহত্যার চেষ্টা করেছেনওই নির্যাতিতা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)