বিয়ের পর স্বামীর সঙ্গে সংসার করছিলেন এক মহিলা। কিন্তু সম্প্রতি তিনি জানতে পারেন, স্বামীর সঙ্গে তাঁর বোনের সম্পর্ক গড়ে উঠেছে। গোটা ঘটনা জানার পর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি ওই মহিলা।
তাঁর বোন সে সময় গিয়েছিলেন চাকরির ইন্টারভিউ দিতে। স্বামীর পরকীয়ার কথা জানতে পেরে সেখানেই পৌঁছে গিয়েছিলেন ওই মহিলা। তার পর ইন্টারভিউ দিতে বসা বোনকে চেয়ার থেকে টেনে তুলে মারতে থাকেন। এই ঘটনার দৃশ্যই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
Wife Crashes Her Sister’s Job Interview After Finding Out She Slept With Her Husband pic.twitter.com/2SzzFPu3kS
— Dallas (@59dallas) September 11, 2021
‘ডালাস’ নামের একটি টুইটার হ্যান্ডল থেকে সম্প্রতি শেয়ার করা হয়েছে এই পোস্ট। যা ইতিমধ্যেই দেখা হয়েছে প্রায় ৪৫ লক্ষ বার।
তবে কোথায় এই ঘটনা ঘটেছে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। বোনের সঙ্গে স্বামীর সম্পর্কের কথা জানতে পেরে স্বামীর সঙ্গে ওই মহিলা কেমন ব্যবহার করেছেন তাও জানা যায়নি।